News71.com
 Literature
 01 Jan 21, 12:10 PM
 649           
 0
 01 Jan 21, 12:10 PM

অযত্ন আর অবহেলায় বিলুপ্তপ্রায় পল্লী কবির বাড়ি॥

অযত্ন আর অবহেলায় বিলুপ্তপ্রায় পল্লী কবির বাড়ি॥

সাহিত্য ডেস্কঃ পল্লী কবি জসীমউদদীন। বাংলা সাহিত্যের এক জনপ্রিয় নাম। কবির লেখনীর মাঝে ফুটে উঠেছে গ্রাম-বাংলার জীবন-জীবিকা, শ্রমজীবী, পেশাজীবীসহ সমাজের নানা স্তরের মানুষের কথা। তার কবিতায় দোল খায় প্রকৃতি, নদী, মাঠ, বেঁদে পল্লীসহ অনুপম সব কাব্য গাঁথা। আধুনিক শিল্প চেতনার ছাপও রয়েছে নকশী কাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাটসহ কবির প্রতিটি রচনায়। যার লেখনীতে বাংলা সাহিত্যের ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে সেই কবির বাড়িটি এখনো পড়ে আছে অবহেলিতভাবে। কবির বাড়িটিকে ঘিরে বিভিন্ন সময় নানা উদ্যোগের কথা শোনা গেলেও তা বাস্তবে রূপ নেয়নি কখনো।

অযত্ন আর অবহেলায় পড়ে আছে কবির ব্যবহৃত জিনিসপত্রগুলো। ফলে দেশের বিভিন্ন স্থান থেকে আসা কবি ভক্ত ও দর্শনার্থীরা হচ্ছে হতাশ। এদিকে পল্লী কবি জসীমউদদীনের বাড়িটিকে ঘিরে প্রতি বছর আয়োজন করা হতো ‘জসীম পল্লী মেলা’র। কিন্তু ৫-৬ বছর ধরে অজানা কারণে বন্ধ রয়েছে মেলাটি। ফলে জসীম ভক্ত ও স্থানীয়রা হতাশা ব্যক্ত করেছেন। দ্রুতই জসীম মেলা শুরু হবে এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় এলাকাবাসী। এছাড়া কবির বাড়িটিকে ঘিরে নানা উদ্যোগ গ্রহণ করা হবে মনে করেন, কবি ভক্ত অনুরাগীরা। আজ ১লা জানুয়ারি, পল্লী কবি জসীমউদদীনের ১১৮তম জন্মবার্ষিকী। কবির জন্মদিনকে ঘিরে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন সংগঠন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন