News71.com
 Sports
 12 Oct 17, 09:23 AM
 673           
 0
 12 Oct 17, 09:23 AM

আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তান ফুটবলকে নিষিদ্ধ করল ফিফা‍।।

আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তান ফুটবলকে নিষিদ্ধ করল ফিফা‍।।


স্পোটস ডেস্কঃ পাকিস্তানের ফুটবলের জন্য দুঃসংবাদ! নিয়ম ভাঙার অভিযোগে পাকিস্তানের ফুটবলকে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই নিষেধাজ্ঞার ফলে ফিফার আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে পাকিস্তানের জাতীয় বা ক্লাবস্তরের কোনো দলের খেলার সুযোগ শেষ হয়ে গেল! পাকিস্তানে ফুটবলে যখন কালো ছায়া পড়েছে,ঠিক তখন তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতে বসেছে যুব বিশ্বকাপের আসর। সুত্র জানিয়েছে, মূলত 'থার্ড পার্টির ইন্টারফিয়ারেন্স'এর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে ফিফা। কী এই 'থার্ড পার্টির ইন্টারফিয়ারেন্স?

এদিকে পাকিস্তান ফুটবল ফেডারেশনের (পিএফএফ) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আহমেদ ইয়ার লোদি বলেছেন,পাকিস্তান ফুটবল ফেডারেশনের কমিটি ফিফা দ্বারা স্বীকৃত। এখানে আমরা কোনো নিয়ম ভঙ্গ করিনি। সরকারের অযাচিত হস্তক্ষেপে এই সমস্যায় পড়তে হয়েছে আমাদের। এর আগে দুই বছর আগে ২০১৫ সালে ফুটবল ফেডারেশনে সরকারী হস্তক্ষেপের ফলে ইন্দোনেশিয়াকে নিষিদ্ধ করেছিল ফিফা। চলতি বছরে এমন ঘটনা এই প্রথম ঘটল। উল্লেখ্য,১৯৭০ এর দশকে এশিয়ার ফুটবলে বেশ বড় শক্তি হিসেবে দাঁড়িয়েছিল পাকিস্তান। কিন্তু এরপর ক্রিকেটের উত্থান এবং সরকারী সহযোগিতার অভাবে স্তিমিত হয়ে পড়েছে এশিয়ার এই দেশটির ফুটবল। তারা এখন বিশ্ব ফুটবল র্যাং কিংয়ে প্রথম ২০০ দলের মাঝেও নেই!

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন