News71.com
 Sports
 22 Oct 17, 06:42 AM
 733           
 0
 22 Oct 17, 06:42 AM

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যেই মাঠে নামবে মাশরাফিবাহিনী....  

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যেই মাঠে নামবে মাশরাফিবাহিনী....   

স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকা সিরিজে এখনও নিজেদের মেলে ধরতে পারেনি টিম বাংলাদেশ। টেস্ট সিরিজ হারের পর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দু'টিতে লজ্জা জনক ভাবে হেরে এরই মধ্যে সিরিজ থেকে ছিটকে পড়েছে সফরকারীরা।তাই বলাই যায়, শেষ ওয়ানডেতে আজ মূলত হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যেই মাঠে নামবে মাশরাফিবাহিনী। ইষ্ট লন্ডনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। শেষ ওয়ানডের আগে বাংলাদেশের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে নির্ভরযোগ্য ব্যাটসম্যান তামিম ইকবাল ও পেসার মুস্তাফিজুর রহমান ইনজুরি সমস্যা। এখন তাকে ছাড়া সফরের বাকি ম্যাচগুলো খেলতে হবে টাইগারদের। মুস্তাফিজের পরিবর্তে দলে যোগ দেয়ার কথা রয়েছে শফিউল ইসলামের। তামিমের পরিবর্তে সৌম্য সরকার অথবা মুমিনুল হককে দেখা যেতে পারে।


এদিকে, দক্ষিণ আফ্রিকায় এসে প্রায় প্রতিটি ম্যাচে দুঃসংবাদ শুনেছে বাংলাদেশ। টেস্ট সিরিজে তামিম ইকবাল চোটে পড়েন। ওয়ানডেতে ব্যথা এমন বেড়ে যায় যে, পুরো সিরিজ থেকেই ছিটকে পড়েন এই ওপেনার।অন্যদিকে, পেসার মুস্তাফিজুর রহমানও ইনজুরির কারণে বাদ পড়ে গেছেন। তার পরিব্রর্ত দলে যোগ দিয়েছেন শফিউল।
বাংলাদেশ সম্ভাব্য স্কোয়াড:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন