News71.com
 Sports
 05 Nov 17, 02:49 AM
 674           
 0
 05 Nov 17, 02:49 AM

রাজশাহী কিংসকে ৬ উইকেটে হারিয়ে শুভ সূচনা মাশরাফির রংপুর রাইডার্সের।

রাজশাহী কিংসকে ৬ উইকেটে হারিয়ে শুভ সূচনা মাশরাফির রংপুর রাইডার্সের।


স্পোর্টস ডেস্কঃবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ক্রিকেটের পঞ্চম আসরে প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে গতবারের রানার-আপ রাজশাহী কিংসকে ৬ উইকেটে হারিয়েছে মাশরাফির রংপুর রাইডার্স। ১৫৫ খুব একটা বড় লক্ষ্য ছিল না রংপুরের জন্য। তবুও ম্যাচ বারবার ঝুলে যাচ্ছিল দুই দলের পক্ষেই। কখনও মনে হচ্ছিল রাজশাহী জিতে যাচ্ছে, আবার কখনও মনে হচ্ছিল রংপুরই জিতে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত ৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর রাইডার্স।এর আগে টস হেরে আগে ব্যাট করে রাজশাহী কিংস ৮ উইকেটের বিনিময়ে ১৫৪ রান সংগ্রহ করে। রাজশাহীর হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন রনি তালুকদার।৩৮ বল খেলে দুই ছয় আর তিন চারে সাজানো ছিল তার ৪৭ রানের ইনিংসটি।আর দলটির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ করেছেন অধিনায়ক ড্যারেন সামি। ১৮ বলে করেছেন ২৯ রান।


১৫৫ রানের টার্গেটে খেলতে নেমে প্রথমেই রংপুরের ঘরে আঘাত হানে মেহেদী হাসান মিরাজ। রংপুরের স্কোরে এক রান যোগ করার পরই এডাম লিথকে সাজঘরে ফেরান মিরাজ। তখনই মনে হচ্ছিল ম্যাচ শেষে ফলাফল বদলে যেতেও পারে। তবে খেলার মূল পার্থক্য গড়ে দেয় শাহরীয়ার নাফীস ও মোহাম্মদ মিথুনের ৭৫ রানের জুটি। মিথুন যখন ৪৬ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন তখন ম্যাচ ঝুলে ছিল দু'দলের পক্ষেই। নাফীসের সঙ্গে তখন জুটি বাঁধে ব্রিটিশ অলরাউন্ডার রবি বোপারা। নাফীস ব্যক্তিগত ৩৫ রানে আউট হলেও, বোপারা ৩৯ রানে শেষ পর্যন্ত অপরাজিত ছিল। শেষ দিকে থিসারা পেরারা ২০ রান করে বোপারাকে শেষ পর্যন্ত সঙ্গ দেন। ম্যাচ সেরা হয়েছেন রবি বোপারা আর মোস্ট এক্সাইটিং খেলোয়াড়ের পুরুস্কার উঠেছে মোহম্মদ মিথুনের হাতে।

সংক্ষিপ্ত স্কোর : রাজশাহী কিংস : ১৫৪/৮, ২০ ওভার (রনি ৪৭, সামি ২৯, নাজমুল ২/২০)।
রংপুর রাইডার্স : ১৫৫/৪, ১৮.৫ ওভার (মিথুন ৪৬, বোপারা ৩৯*, ফ্রাঙ্কলিন ১/২৬)।
ফল : রংপুর রাইডার্স ৬ উইকেটে জয়ী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন