News71.com
 Sports
 07 Nov 17, 07:00 AM
 682           
 0
 07 Nov 17, 07:00 AM

চিটাগং ভাইকিংসকে গুঁড়িয়ে দিয়ে ৮ উইকেটে বিশাল ব্যবধানে জয় পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স

চিটাগং ভাইকিংসকে গুঁড়িয়ে দিয়ে ৮ উইকেটে বিশাল ব্যবধানে জয় পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স

স্পোর্টস ডেস্কঃ প্রথম ম্যাচে স্বাগতিক সিলেটের সাথে জিততে জিততে হেরে গিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। স্বাগতিক সিলেটের সাথে ওমন পরাজয়ে ভেঙ্গে পড়েছিল শক্তিশালী কুমিল্লা।ফলে জয়ের বিকল্প ছাড়া কিছুই ভাবতে চায় নি কুমিল্লা। আর অপরদিকে চিটাগং ভাইকিংসের আজ প্রথম ম্যাচ, তাই তারাও জিতে এগিয়ে যেতে চেয়েছিলো।কিন্তু দ্বিতীয় ম্যাচেই চিটাগং ভাইকিংসকে ৮ উইকেটে বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাস পুনরুজ্জীবিত করলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ ম্যাচের শুরুতে প্রথমে টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স,চিটাগং ভাইকিংসকে ব্যাটিংয়ে পাঠায়। ওপেনিং করতে এসে শুরুটা দুর্দান্ত করেন  চিটাগং ভাইকিংসের লুক রনকি ও সৌম্য সরকার  তাদের  মারমুখি ব্যাটিং দেখে মনে হচ্ছিলো রান গিয়ে থামবে ১৭০/১৮০ তে। রনকি মারমুখী থাকলেও আরেক ওপেনার সৌম্য সরকার খেলছিলেন ধীরে-সুস্থে। এ দুই ওপেনার মিলে দ্রুত গড়ে ফেলেন ৬৩ রানের জুটি। ভয়াবহ মারমুখি হয়ে ওঠেন রনকি। মোহাম্মদ নবির বলে আউট হবার আগেই ২১ বলে ৩ ছয় ও চার চারের সাহায্যে ৪০ রান করে দলকে ভালো অবস্থানে নিয়ে যান। এরপরই ভাইকিংসদের ব্যাটিংয়ে ছন্দপতন হয়।কুমিল্লার উদীয়মান পেসার সাইফুদ্দিন ৪ ওভার বল করে ২৪ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন। আর ব্রাভো নিয়েছেন ২টি উইকেট।শেষ পর্যন্ত ১৪৩ রানে থামে চিটাগং ভাইকিংস।  

বর্তমানে টি-টোয়েন্টিতে ১৪৪ রানের লক্ষ্য খুব বড় না। চিটাগং ভাইকিংসের দেয়া ১৪৩ রান র্টাগেট ব্যাট করতে নেমে প্রথমেই লিটন দাস  ১৪ বলে ২৩ ও জস বাটলার ৪২ বলে ৪৮ রান করে দলকে অনেকটাই এগিয়ে নিয়ে যায় জয়ের দিকে।পরে মাঠে নামে  ইমরুল ও মারলন স্যামুয়েলসের ঝড় ব্যাটিংয়ে জয়ের লক্ষে পৌছে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।ম্যাচ সেরা হয়েছেন ৩ উইকেট নেয়া মোহম্মদ সাইফুদ্দিন,আর এক্সাইটিং খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ১৮ বলে ৩৫ রান করা মারলন স্যামুয়েলস। 

সংক্ষিপ্ত স্কোরঃ 

চিটাগং ভাইকিংসঃ১৪৩/৭(২০)রনকি(৪০)সৌম্য(৩৮)মুনারিবা(২১)

সাইফুদ্দিন(২৪/৩)ব্রাভো(২৯/২) 

কুমিল্লা ভিক্টোরিয়ান্সঃ১৪৪/২জস বাটলার (৪২)স্যামুয়েলস(৩৫) ইমরুল(৩৩)লিটন (২৩)

শুভাশিস রায় (২৪/২) 

ফলাফলঃ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৮ উইকেট জয়ী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন