News71.com
 Sports
 13 Dec 17, 11:55 AM
 839           
 0
 13 Dec 17, 11:55 AM

আগামী ৪ বছরে ৩৫ টেস্টসহ ১২২টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।

আগামী ৪ বছরে ৩৫ টেস্টসহ ১২২টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট দল এবং ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর দিয়েছে আইসিসি। আইসিসির প্রস্তাবিত ২০১৯ থেকে ২০২৩ সালের ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) ৩৫টি টেস্ট খেলবে বাংলাদেশ।টেস্ট ওয়ানডে এবং টি-টোয়েন্টিসহ সব ফরমেট মিলিয়ে সংখ্যাটা দাঁড়াবে ১২২ ম্যাচে। বাংলাদেশের জন্য আরও সুখবর হচ্ছে।এই এফটিপিতে বেশিরভাগ টেস্ট খেলুড়ে দেশ আগের থেকে কম টেস্ট পেলেও বাংলাদেশ বছরে দুটি করে টেস্ট বেশি পাচ্ছে।বর্তমান এফটিপিতে পাঁচ বছরে বাংলাদেশের টেস্ট ৩৩টি। প্রস্তাবিত নতুন এফটিপিতে চার বছরেই ৩৫টি টেস্ট খেলবে টিম বাংলাদেশ। বিশেষ করে বিগ থ্রি-ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর ভারতের পর সবচেয়ে বেশি টেস্ট খেলবে বাংলাদেশ। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আছে পূর্ণাঙ্গ হোম এন্ড অ্যাওয়ে সিরিজও খেলবে বাংলাদেশ।

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন