News71.com
 Sports
 18 Dec 17, 08:17 AM
 687           
 0
 18 Dec 17, 08:17 AM

ক্রিকেটে শ্রীলঙ্কাকে আট উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয়ী ভারত।

ক্রিকেটে শ্রীলঙ্কাকে আট উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয়ী ভারত।

স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কাকে আট উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয়ী ভারত।ভারতের এটি টানা অষ্টম ওয়ানডে সিরিজ জয়।আজ রবিবার বিশাখাপত্তনমে অনুষ্ঠিত ম্যাচটিতে শ্রীলঙ্কার দেয়া ২১৬ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৩২.১ ওভারে দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত।দলের পক্ষে সেঞ্চুরি করে অপরাজিত থাকেন ওপেনার শিখর ধাওয়ান। ৬৫ রান করে আউট হন শ্রেয়াস আয়ার।আর ২৬ রান করে অপরাজিত থাকেন শ্রেয়াস আয়ার।শ্রীলঙ্কার পক্ষে আকিলা ধনঞ্জয়া ১টি ও থিসারা পেরেরা ১টি করে উইকেট নেন। 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৪৪.৫ ওভারে ২১৫ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় সফরকারী শ্রীলঙ্কা। দলের পক্ষে ওপেনার উপুল থারাঙ্গা ৯৫ রান করে আউট হন।এছাড়া আরও কেউ হাফ সেঞ্চুরি করতে পারেননি।দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন সাদিরা সামারাবিকরামা।ভারতের পক্ষে ভুবনেশ্বর কুমার ১টি, জ্যাসপ্রীত বুমরাহ ১টি, হার্দিক পান্ডিয়া ২টি, কুলদ্বীপ যাদব ৩টি ও যুজবেন্দ্র চাহাল ৩টি করে উইকেট নেন।


সংক্ষিপ্ত স্কোরঃ

ফল: আট উইকেটে জয়ী ভারত।
শ্রীলঙ্কা ইনিংস: ২১৫ (৪৪.৫ ওভার)
(উপুল থারাঙ্গা ৯৫, সাদিরা সামারাবিকরামা ৪২, অ্যাঞ্জেলো ম্যাথুজ ১৭, আসেলা গুনারত্নে ১৭)

(হার্দিক পান্ডিয়া ২/৪৯, কুলদ্বীপ ৩/৪২, যুজবেন্দ্র চাহাল ৩/৪৬)।
ভারত ইনিংস: ২১৯/২ (৩২.১ ওভার)

(শিখর ধাওয়ান ১০০*, শ্রেয়াস আয়ার ৬৫, দিনেশ কার্তিক ২৬*)

(আকিলা ধনঞ্জয়া ১/৫৩, থিসারা পেরেরা ১/২৫)
সিরিজের ফল: তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ী ভারত।


প্লেয়ার অব দ্য ম্যাচ: কুলদ্বীপ যাদব (ভারত)।
প্লেয়ার অব দ্য সিরিজ: শিখর ধাওয়ান (ভারত)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন