News71.com
 Sports
 26 Dec 17, 11:59 AM
 699           
 0
 26 Dec 17, 11:59 AM

ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয় করল বাংলাদেশের মেয়েরা।।

ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয় করল বাংলাদেশের মেয়েরা।।

স্পোটস ডেস্কঃ বাংলাদেশকে আরো একটি আনন্দের উপলক্ষ এনে দিল কিশোরী ফুটবলাররা। সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয় করল বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ৪২তম মিনিটে একমাত্র গোলটি করেছেন শামসুন্নাহার। তার গোলেই গোটা টুর্নামেন্টে একটি ম্যাচও না হারা বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে অবশ্য দুই দলই রক্ষণাত্মক ফুটবল খেলছিল। তবে দ্রুতই প্রতিপক্ষের দুর্গে আক্রমণের পর আক্রমণ শুরু করে বাংলাদেশ। তারপরও গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৪২ মিনিট পর্যন্ত। এর আগে দুটি সহজ সুযোগও এসেছিল লাল-সবুজ জার্সিধারীদের সামনে। কিন্তু বাংলাদেশ সে সুযোগগুলো কাজে লাগাতে পারেনি।

প্রথম সুযোগ এসেছিল ২২ মিনিটে। মারিয়ার মান্ডার দেওয়া বল ধরে বক্সে ঢুকেছিলেন আনুচিং মগিনি। কিন্তু ভারতের গোলকিপারকে একা পেয়েও পরাস্ত করতে পারেননি। ম্যাচের ৩২তম মিনিটে বাঁ-দিক দিয়ে বক্সে ঢুকে তহুরা খাতুনের কোনাকুনি শট দ্বিতীয় পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। এদিকে ম্যাচটি ঘিরে দর্শকদের আগ্রহ দেখা গেছে প্রবল। কমলাপুরের স্টেডিয়ামে মেয়েদের ম্যাচটি দেখতে গ্যালারিতে প্রায় ৮-১০ হাজার দর্শক উপস্থিত ছিলেন। এর পেছনে অবশ্য মাইকিং আর মিডিয়ার বড় ভূমিকা আছে। দর্শকদের অনেকের হাতেই আছে জাতীয় পতাকা। নেচে গেয়ে চিৎকার করে তারা উৎসাহ দিয়েছেন কিশোরীদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন