News71.com
 Sports
 09 Feb 18, 06:41 AM
 784           
 0
 09 Feb 18, 06:41 AM

স্কুলের ইউনিফর্ম পরে আসলেই বিনা টিকিটে ঢাকা টেস্ট খেলা দেখতে পারবে স্কুল শিক্ষার্থীরা।।

স্কুলের ইউনিফর্ম পরে আসলেই বিনা টিকিটে ঢাকা টেস্ট খেলা দেখতে পারবে স্কুল শিক্ষার্থীরা।।

স্পোটস ডেস্কঃ রাত পোহালেই আগামীকাল বৃহস্পতিবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় তথা সিরিজের শেষ টেস্ট। সকাল সাড়ে ৯টায় রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। এই টেস্টের পাঁচদিনই বিনা টিকেটে খেলা দেখতে পারবেন স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা। টেস্ট ম্যাচে দর্শকখরা কাটাতেই মূলত এমন উদ্যোগ নিয়েছে বিসিবি। বিনা টিকিটে টেস্ট দেখতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে শিক্ষার্থীদের। সবাইকে নিজ নিজ স্কুলের ইউনিফর্ম পড়ে আসতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া পরিচয়পত্র সাথে আনতে হবে। তবেই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন শিক্ষার্থীরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে গত ৩১ জানুয়ারি থেকে শুরু হয়েছিল বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যেকার প্রথম টেস্ট। ঐ ম্যাচেও একই নিয়মে টেস্ট দেখা সুযোগ ছিল শিক্ষার্থীদের। তারপরও গ্যালারির বেশিরভাগ খালিই ছিল। ঢাকা টেস্টে এবার দর্শকখরা কাটানো যায় কিনা তা দেখার বিষয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন