News71.com
 Sports
 22 Apr 18, 10:35 AM
 682           
 0
 22 Apr 18, 10:35 AM

সেভিয়াকে ৫-০ গোলের হারিয়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন ফুটবল জায়ান্ট বার্সেলোনা।

সেভিয়াকে ৫-০ গোলের হারিয়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন ফুটবল জায়ান্ট বার্সেলোনা।

 

স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়ে মানসিকভাবে কিছুটা পিছিয়েই ছিল বার্সেলোনা। রোমার কাছে সেই হারের প্রতিশোধ ভুলতে মৌসুমের প্রথম ট্রফি জিততে মুখিয়ে ছিল বার্সেলোনা। শক্তিশালী সেভিয়াকে মাটিতে নামিয়ে ৫-০ গোলের বিশাল জয় নিয়ে কোপা দেল রে’র ৩০ তম শিরোপা জিতলো বার্সেলোনা। যেখানে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিক বিলবাওর কোপা দেল রে শিরোপার সংখ্যা ২৩টি। প্রথম দল হিসেবে টানা চারবছর কোপা দেল রে’র শিরোপা জিতলো মেসিরা। কৌতিনহোর দেওয়া পাস থেকে ম্যাচের ১৪ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন সুয়ারেজ৷ কিছুক্ষণ পর ৩১ মিনিটে জর্দি আলবার বাড়ানো বলকে জোরালো শটে গোলে পরিবর্তিত করেন মেসি৷ সুয়ারেজের জো়ড়া গোল এবং মেসির এক গোল ছাড়াও ম্যাচের দ্বিতীয়ার্ধে ইনিয়েস্তা এবং কৌতিনহো দুটি গোল করেন৷


প্রথমার্ধে বার্সার হয়ে তৃতীয় গোলটি করেন উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজ৷ ডি-বক্সে বল পেয়ে মেসি ও সুয়ারেজ নিজেদের মধ্যে বল নিয়ে খেলতে থাকেন৷ শেষে গোল মুখে মেসির বাড়িয় দেওয়া বল বিপক্ষের জালে জড়িয়ে দিতে কোন ভুল করেননি বার্সার উরুগুয়ান স্ট্রাইকার৷ ম্যাচের প্রথমার্ধে একবার অফসাইডের শিকার হন মেসি৷ তা নাহলে প্রথমার্ধেয় গোলের ব্যবধান বাড়ত বার্সার৷ ম্যাচের প্রথম ৫০ মিনিট যদি মেসি-সুয়ারেজ জুটির হয় তাহলে কোপা দেল রে-এর শেষ ৪৫ মিনিট মাঠে নিজের উপস্থিতি জানান দিলেন বার্সার হয়ে শেষ ফাইনাল খেলা মিডফিল্ডার ইনিয়েস্তা৷ ম্যাচের ৫২ তম মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার৷ এরপর পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৫-০ করেন বার্সার ব্রাজিলিয়াল মিডফিল্ডার কৌতিনহো৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন