News71.com
 Sports
 29 Apr 18, 05:59 AM
 647           
 0
 29 Apr 18, 05:59 AM

আইপিএল।। চেন্নাইয়ের বিপক্ষে বড় জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স

আইপিএল।। চেন্নাইয়ের বিপক্ষে বড় জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স

স্পোর্টস ডেস্ক: প্রথম সাক্ষাতে চেন্নাই সুপার কিংসের কাছে ১ উইকেটে হেরেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। সেই সুবাদে আজ চেন্নাইয়ের বিপক্ষে প্রতিশোধের ম্যাচ ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য। সেই প্রতিশোধের ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাইয়ের দেয়া ১৭০ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে সূর্যকুমার যাদব ও এভিন লুইস ৬৯ রানের পার্টনারশিপ গড়ে দারুণ সূচনা এনে দেন। সূর্যকুমার যাদব ৪৪ রান করে আউট হন। দ্বিতীয় উইকেটে এভিন লুইস ও রোহিত শর্মা ৫৯ রানের আরো একটি পার্টনারশিপ গড়লে জয়ের দিকে এগুতে থাকে মুম্বাই। এভিন লুইস ৪৭ রান করে আউট হন। তৃতীয় উইকেটে অধিনায়ক রোহিত শর্মা হার্ডিক পান্ডিয়াকে সাথে নিয়ে আর কোনো উইকেট পতন হতে না দিয়ে ১৯.৪ ওভারে ২ উইকেটে ১৭০ রান স্কোরবোর্ডে জমা করেন। সেইসাথে ৮ উইকেটে জিতে যায় মুম্বাই। অধিনায়ক রোহিত শর্মা ছিলেন অত্যন্ত মারমুখী। ৩৩ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫৬ রানে অপরাজিত থাকেন তিনি। হার্ডিক পান্ডিয়া অপরাজিত থাকেন ১৩ রানে। চেন্নাইয়ের হরভজন সিং এবং ডোয়াইন ব্র্যাভো একটি করে উইকেট নেন।

 

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মিডল অর্ডার ব্যাটসম্যান সুরেশ রায়নার ফিফটিতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৫ উইকেটে ১৬ রান করে চেন্নাই সুপার কিংস। সুরেশ রায়না অপ. ৭৫ রানের একটি ঝলমলে ইনিংস খেলেন। আমবাতি রাইডু ৪৬ রান। অপর ওপেনার শেন ওয়াটসন আজ ১২ রানের বেশি এগুতে পারেননি। এছাড়া অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী ২৬ রান করে আউট হন। মুম্বাইয়ের বোলারদের মধ্যে মিচেল ম্যাকক্লেনাঘান এবং ক্রুনাল পান্ডিয়া দুটি করে এবং হার্ডিক পান্ডিয়া নেন এক উইকেট।

 

ম্যান অপ দ্যা ম্যাচ: রোহিত শর্মা (মুম্বাই ইন্ডিয়ান্স)

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন