News71.com
 Sports
 29 Apr 18, 10:14 AM
 673           
 0
 29 Apr 18, 10:14 AM

আইপিএল।।রাজস্থানকে হারিয়ে শীর্ষস্থানে ফিরলো সানরাইজার্স হায়দরাবাদ

আইপিএল।।রাজস্থানকে হারিয়ে শীর্ষস্থানে ফিরলো সানরাইজার্স হায়দরাবাদ


স্পোর্টস ডেস্কঃ জিতলেই ফিরে পাওয়া যাবে হারানো শীর্ষস্থান, এমন সমীকরণ মাথায় নিয়েই রাজস্থান রয়্যালসের মাঠে খেলতে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ। নিজেদের শক্তিশালী বোলিংয়ের উপর ভর করে সহজেই শীর্ষস্থান ফিরে পেলো সাকিব আল হাসানের দল। ব্যাটে-বলে সাকিব নিজের সেরাটা দিতে না পারলেও দলের সম্মিলিত প্রচেষ্টায় ১১ রানের জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের করা ১৫১ রানের জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ৬ উইকেটে ১৪০ রানের বেশি এগুতে না পারায় ১১ রানে হেরে যায় রাজস্থান। রাজস্থান রয়্যালসের অধিনায়ক আজিঙ্কা রাহানে সর্বোচ্চ ৬৫ রান করে অপরাজিত থাকেন। এছাড়া সানজু স্যামসন করেন ৪০ রান। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়েই ১১ রানের জয় পায় হায়দরাবাদ। এর মধ্যে সিদ্ধার্থ কাউল ২টি এবং সন্দীপ শর্মা, বাসিল থাম্পি, রশিদ খান এবং ইউসুফ পাঠান একটি করে উইকেট নেন।


এর আগে রাজস্থান রয়্যালসের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক কেন উইলিয়ামসনের ফিফটি’র কল্যাণে ৭ উইকেটে ১৫১ রান করে সানরাইজার্স হায়দরাবাদ। শিখর ধাওয়ান আজ আউট হন মাত্র ৬ রান করে। দ্বিতীয় উইকেটে অ্যালেক্স হলস এবং কেন উইলিয়ামসন ৯২ রানের বড় পার্টনারশিপ গড়েন। দলীয় ১০৯ রানে অ্যালেক্স হলস বিদায় নিলে দ্বিতীয় উইকেট হারায় হায়দরাবাদ। অ্যালেক্স হলস ৪৫ রান করে আউট হন। অধিনায়ক কেন উইলিয়ামসন ৬৩ রান করেন। এরপর মনিষ পান্ডে ১৬ এবং ঋদ্ধিমান সাহা ১১ রানে অপরাজিত থাকলে ৭ উইকেটে ১৫১ রান করতে সক্ষম হয় সানরাইজার্স হায়দরাবাদ। রাজস্থান রয়্যালসের জোফ্রা আর্চার একাই শিকার করেন ৩ উইকেট। এছাড়া কৃষনাপ্পা গৌতম দুটি এবং উনাদকাট ও ইস সোধি একটি করে উইকেট নেন।


ম্যান অপ দ্যা ম্যাচঃ কেন উইলিয়ামসন (সানরাইজার্স হায়দরাবাদ)

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন