News71.com
 Sports
 08 May 18, 10:21 AM
 709           
 0
 08 May 18, 10:21 AM

আইপিএল।।বেঙ্গালুরুর বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের জয়, দাপুটে সাকিব    

আইপিএল।।বেঙ্গালুরুর বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের জয়, দাপুটে সাকিব      

স্পোর্টস ডেস্ক: কম রানের পুঁজি নিয়ে জেতাকে অভ্যাসে পরিণত করে ফেলা সানরাইজার্স হায়দরাবাদের এবারের শিকার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে বিরাট কোহলির দলকে হারাতে ব্যাটে-বলে বড় অবদান রেখেছেন সাকিব আল হাসান। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো ছিল না সানরাইজার্স হায়দরাবাদের। শেখর ধাওয়ানের সঙ্গে ১৫ রানের স্লথ উদ্বোধনী জুটি গড়ে অ্যালেক্স হেলস আউট হয়ে যান মাত্র ৫ রানে। ধাওয়ান করেন ১৩ রান। এমন বিপদের সময় ৭ বল খেলে মাত্র ৫ রান করেন মনিশ পান্ডেও। উইলিয়ামসন একপ্রান্তে দাঁড়িয়ে কেবল সতীর্থদের এই আসা-যাওয়া দেখছিলেন। এমন মুহূর্তে ব্যাটিংয়ে আসেন সাকিব। অধিনায়ককে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে দারুণ এক জুটি গড়ে তোলেন বাংলাদেশি অলরাউন্ডার। তাদের ৬৪ রানের জুটিটি ভাঙে উইলিয়ামসন সাজঘরে ফিরলে। ৫৬ রান করে উইলিয়ামসন উমেশ যাদবের শিকার হন।সাকিব ৩৫ রান করেন। পরের ব্যাটসম্যানরা কেউ বলার মতো কিছু করতে পারেননি। ইউসুফ পাঠান ১২ করে আউট হন। ব্যাঙ্গালুরুর পক্ষে ২৫ রানে ৩টি উইকেট নিয়েছেন পেসার মোহাম্মদ সিরাজ। ২টি উইকেট টিম সাউদি। 

হায়দরাবাদের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়ায় ৬ উইকেটে ১৪১ রানে থেমে যায় বেঙ্গালুরু। দলের পক্ষে উল্লেখ যোগ্য রান করেন,পার্থিব প্যাটেল ২০,বিরাট ৩৯,ডি গ্রায়েম ৩৩,মনদীপ সিং ২১ রান করেন। হায়দরাবাদের হয়ে সাকিব ২টি উইকেট ও রশিদ খান,ভুবেশর কুমার,সিদ্ধার্থ কল,সন্দীপ র্শমা ১ টি করে উইকেট নেন।


ম্যান অপ দ্যা ম্যাচ: কেন উইলিয়ামসন (সানরাইজার্স হায়দরাবাদ)

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন