News71.com
 Sports
 23 May 18, 06:07 PM
 955           
 0
 23 May 18, 06:07 PM

আইপিএল।। ইডেনে রাজস্থানকে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো কেকেআর

আইপিএল।। ইডেনে রাজস্থানকে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো কেকেআর


স্পোর্টস ডেস্কঃ আইপিএলে রাজস্থান রয়্যালসকে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। এলিমিনেটরে ২৫ রানের জয় পেয়ে কোয়ালিফায়ার খেলার যোগ্যতা অর্জন করল কলকাতা নাইট রাইডার্স। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতার ইডেন গার্ডেনে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি কলকাতা নাইট রাইডার্সের। ওপেনার সুনিল নারাইন ইনিংসের প্রথম বলে চার মারলেও দ্বিতীয় বলেই ফিরে যান স্টাম্পিং হয়ে। উথাপ্পার বিদায়ের পরের ওভারেও উইকেট হারায় কলকাতা নাইট রাইডার্স। ৫ বলে ৩ রান করে জফরা আর্চারের বলে আউট হন নিতিশ রানা। ২৪ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় কলকাতা। এরপর প্রতিরোধ গড়ে তোলেন ক্রিস লিন এবং দীনেশ কার্তিক। দুজন মিলে যোগ করেন ২৭ রান। ১৮ রান করা লিনকে ফিরিয়ে দিয়ে এ জুটি ভাঙেন শ্রেয়াস গোপাল। নিজের বলে নিজেই ক্যাচ ধরে লিনকে ফেরান তিনি। পঞ্চম উইকেটে শুভমান গিলকে নিয়ে হাল ধরেন অধিনায়ক দীনেশ কার্তিক। ৫৫ রান যোগ করেন দুজন। ২৮ রান করে জফরা আর্চারের বলে উইকেটরক্ষক হেনরিক ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান গিল।আন্দ্রে রাসেলকে নিয়ে আরো ২৯ রান যোগ করেন দীনেশ কার্তিক।৩৮ বলে ৫২ রানের ইনিংস খেলে বেন লাফলিনের শিকার হন দীনেশ কার্তিক। শেষদিকে ঝড় তোলেন আন্দ্রে রাসেল অপরাজিত ৪৯ রান করেন। তার বিস্ফোরক ইনিংসে ভর করে ১৬৯ রান করে কলকাতা নাইট রাইডার্স। দুইটি করে উইকেট নেন গোথাম, লাফলিন এবং আর্চার।

 

১৭০ রান তাড়া করতে নেমে রাজস্থানকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার রাহুল ত্রিপথি এবং আজিঙ্কা রাহানে। দলকে ৪৭ রানের ভিত গড়ে দেন দুই ওপেনার। তাদের জুটি ভাঙেন পিযুষ চাওলা। নিজের বলে নিজে ক্যাচ নিয়ে ত্রিপথিকে ফিরিয়ে দেন চাওলা। ১৩ বলে ২০ রান করেন ত্রিপথি। সানজু স্যামসনকে নিয়ে ৬২ রানের জুটি গড়েন আজিঙ্কা রাহানে। দুজন মিলে এগিয়ে নিয়ে যান রাজস্থান রয়্যালসকে। ৪ রানের জন্য অর্ধশতক পূরণ করতে পারেননি আজিঙ্কা রাহানে। ৪৬ রান করে কুলদ্বীপ যাদবের শিকার হন রাহানে। রাজস্থান রয়্যালসের রানের গতিটাও নিয়ন্ত্রণে রাখেন কলকাতা নাইট রাইডার্সের বোলাররা। হেনরিক ক্লাসেনকে আটকে রাখে তারা। রাহানেকে ফিরিয়ে দেওয়ার পরেই কলকাতা নাইট রাইডার্স পেতে থাকে জয়ের সুবাস। অর্ধশতক হাঁকানো স্যামসন ফিরে যান এক ওভার পরেই। চাওলার বলে উড়িয়ে মারতে গিয়ে বিদায় নেন স্যামসন। ৫০ রানের ইনিংস খেলেন তিনি। স্যামসনের বিদায়ে যেন ম্যাচ থেকে ছিটকে যায় রাজস্থান রয়্যালস। শেষ ১৮ বলে ৪৩ রানের প্রয়োজন ছিল রাজস্থান রয়্যালসের। প্রাদিশ কৃষ্ণা মাত্র তিন রান দিয়ে শিকার করেন স্টুয়ার্ট বিনির উইকেট। শেষ ওভারে জয় অনেকটা নিশ্চিত ছিল কলকাতা নাইট রাইডার্সের। ছয় বলে ৩৪ রান প্রয়োজন ছিল রাজস্থান রয়্যালসের। আট রান সংগ্রহ করে রাজস্থান রয়্যালস। ২৫ রানের জয় নিয়ে কোয়ালিফায়ারে চলে যায় কলকাতা নাইট রাইডার্স।


সংক্ষিপ্ত স্কোর-

কলকাতা নাইট রাইডার্স: ১৬৯/৭ (২০ ওভার)

(দিনেশ কার্তিক ৫২, রাসেল ৪৯*, গিল ২৮)

(গোথাম ২/১৫ আর্চার ২/৩৩)


রাজস্থান রয়্যালস: ১৪৪/৪, (২০ ওভার)

(স্যামসন ৫০, রাহানে ৪৬)

(চাওলা ২/২৪, কুলদ্বীপ ১/১৮, প্রাদিশ ১/২০)


ম্যান অপ দ্যা ম্যাচ: আন্দ্রে রাসেল (কলকাতা নাইট রাইডার্স)

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন