News71.com
 Sports
 26 Jun 18, 05:26 AM
 852           
 0
 26 Jun 18, 05:26 AM

ইরানের সঙ্গে ড্র করেই দ্বিতীয় রাউন্ডে পর্তুগাল৷।অপর খেলায় মরক্কোর বিপক্ষে স্পেনের ড্র

ইরানের সঙ্গে ড্র করেই দ্বিতীয় রাউন্ডে পর্তুগাল৷।অপর খেলায় মরক্কোর বিপক্ষে স্পেনের ড্র

স্পোটস ডেস্কঃ বিশ্বকাপ শুরুর আগেই থেকেই স্বপ্নের ফর্মে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথম ম্যাচেই স্পেনের বিরুদ্ধে হ্যাটট্রিক করে রাশিয়া বিশ্বকাপে পর্তুগালকে স্বপ্নের শুরু দেন সিআর সেভেন৷ স্পেনের বিরুদ্ধে ড্র হলেও মরক্কোকে হারিয়ে নক-আউটের রাস্তা খোলা রাখে পর্তুগাল৷ গ্রুপের শেষ ম্যাচে ইরানের সঙ্গে ড্র করে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নেয় পর্তুগাল৷ এদিন প্রথমার্ধে পর্তুগালকে এগিয়ে নেন রিকার্দো কারেসমা। প্রথমার্ধে ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান করিম আনসারিফার্দ। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ আসে আগের দুই ম্যাচে ৪ গোল করা রোনালদোর সামনে। কিন্তু পর্তুগিজ অধিনায়কের পেনাল্টি গোলরক্ষক আলি বেইরানভান্দ। গোলের জন্য মরিয়া ইরান শেষের দিকে আক্রমণে শক্তি বাড়ায়। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরায় ইরান।

দিনের অন্য ম্যাচে, মরক্কোর কাছে হারতে হারতে বেঁচে গেল ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন৷ তবে শেষ পর্যন্ত ২-২ ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে চলে গেল স্পেন৷ শেষ ষোলতে স্পেনের প্রতিপক্ষ আয়োজক রাশিয়া৷ স্পেনের বিপক্ষে প্রথমার্ধের শুরু থেকেই অপ্রত্যাশিত দাপুটে খেলা উপহার দিতে থাকে আফ্রিকার দেশ মরক্কো। প্রথমার্ধের ১৪ মিনিটে রামোস ও ইনিয়েস্তার ভুল বোঝাবুঝিতে নিজেদের সীমানায় বল পেয়ে বুতাইব গোলরক্ষক দাভিদ দে গিয়াকে বোকা বানিয়ে ফিনিশিং টাচে মরক্কোকে ১-০ তে এগিয়ে দেন। তবে ১৯ মিনিটে মরক্কোর জালে বল জড়িয়ে স্পেনকে ১-১ গোলে সমতা এনে দিলেন ইসকো। বিরতির পর ৮১তম মিনিটে আবারও এগিয়ে যায় মরক্কো। কর্নার থেকে উড়ে আসা বল অনেকটা লাফিয়ে হেডে জালে পাঠান বদলি হিসেবে নামা ইউসেফ এন-নেসাইরি। নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে দলকে সমতায় ফেরান ইয়াগো আসপাস। ডান দিক থেকে দানি কারভাহালের ছয় গজ বক্সের মুখে বাড়ানো ক্রসে আলতো টোকায় বল জালে পাঠান সেল্তা এই ভিগোর এই ফরোয়ার্ড।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন