News71.com
 Sports
 01 Jul 18, 05:39 PM
 933           
 0
 01 Jul 18, 05:39 PM

শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইব্রেকারে স্পেনকে হারালো স্বাগতিক রাশিয়া।  

শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইব্রেকারে স্পেনকে হারালো স্বাগতিক রাশিয়া।   

স্পোটস ডেস্কঃ আর্জেন্টিনা ও পর্তুগালের পর বিশ্বকাপে ফেভারিটের তালিকায় থাকা স্পেনেরও বিদায় ঘটলো। শ্বাসরুদ্ধকর ম্যাচে অতিরিক্ত সময়েও গোল না হওয়ায় টাইব্রেকারে স্পেনকে হারিয়েছে স্বাগতিক রাশিয়া। পেনাল্টি শ্যুটআউটে ৪-৩ ব্যবধানে ম্যাচ জিতে নেয় স্বাগতিক রাশিয়া। এটাই চলতি বিশ্বকাপের প্রথম টাইব্রেকার। উত্তেজনাকর ম্যাচের ১১ মিনিটেই আত্মঘাতী গোলে স্পেনকে এগিয়ে দেন ইগনাশেভিচ। এতে অবদান আছে সার্জিও রামোসেরও। মার্কো আসেননিওর ফ্রি কিকের পর রামোসকে ট্যাকেল করা চেষ্টা করেছিলেন ইগনাশেভিচ। হুড়োহুড়ির মাটিতে পড়ার সময় অভিজ্ঞ এই ডিফেন্ডার পায়ে লেগে বল জালে জড়ায়। চলতি বিশ্বকাপে এটি ১০ম আত্মঘাতী গোল। বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে গোল করে ম্যাচ সমতায় আসে রাশিয়া। পেনাল্টি নিয়ে বিতর্কের অবকাশ আছে। ডি বক্সের ভেতর হেড করতে লাফিয়ে উঠা জেরার্ড পিকের উঁচিয়ে থাকা হাতে পেছন থেকে জুবার হেড লাগলে পেনাল্টির নির্দেশ দিয়েছিলেন রেফারি। এটা বোঝার কোনো উপায় ছিল না পিকের। রেফারির সঙ্গে বাকবিতণ্ডা করে কার্ডও দেখতে হয়েছে তাকে। ৪১তম মিনিটে পেনাল্টি শ্যুটআউটে বল জালে জড়া জুবা।

বাকী সময় আর কোনো গোল হয়নি। ১-১ সমতা নিয়েই পূর্ণ সময় শেষ করে দুই দল। যেহেতু এটা নক-আউট পর্ব, তাই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে প্রথম চারটি শুটআউটেই গোল আদায় করে নেয় রাশিয়া। তবে স্পেনের কোকে এবং ইয়াগো আসপাসের শট ঠেকিয়ে দেন রাশিয়ার গোলরক্ষক আকিনফিভ। ফলে ৪-৩ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলো ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন