News71.com
 Sports
 02 Jul 18, 05:27 PM
 1111           
 0
 02 Jul 18, 05:27 PM

নেইমার অসাধারন নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল।।

নেইমার অসাধারন নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল।।

স্পোটস ডেস্ক: নেইমার নৈপুণ্যে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল।রাশিয়ার সামারা স্টেডিয়ামে এদিন বল দখলে এগিয়ে থেকেও ২-০ গোলের ব্যবধানে হেরেছে মেক্সিকানরা। যদিও মেক্সিকো-ব্রাজিল ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুইদল।তবে নেইমার ও ফিরমিনহোর নৈপুণ্যে শেষ হাসি হেসেছে সেলকাওরা।এদিন শুরুতেই ব্রাজিল শিবিরে পরপর বেশ কিছু আক্রমণ করে মেক্সিকো।কিন্তু বেশিক্ষণ সে ধার ধরে রাখতে পারেনি হার্নান্দেজরা। আক্রমণ সামলে উপর্যুপরি পাল্টা আক্রমণ শুরু করে নেইমার-জেসুসরা।২০ মিনিটের মাথায় সুযোগও তৈরি করেছিলেন নেইমার। কিন্তু মেক্সিকোর গোলরক্ষক ওচোয়ার নৈপুণ্যে এ যাত্রায় রক্ষা পায় মেক্সিকো।

প্রথমার্ধে দুই দলের লড়াইটা হয়েছে সমানে সমান।বল দখলে ব্রাজিল ও মেক্সিকো দুই দলই ৫০ ভাগ নিয়ন্ত্রণ রেখেছে।দুই দলই একটি করে হলুদ কার্ড পেয়েছে। তবে আক্রমণে এগিয়ে ব্রাজিল ১১টি অ্যাটেম্পট নিয়েছে নেইমাররা।আর মেক্সিকো ৫টি।তবে নির্ভুল পাস দেওয়ায় এগিয়ে মেক্সিকো।মেক্সিকো ৮১ ভাগ ও ব্রাজিল ৮৭ ভাগ পাস নির্ভুলভাবে সম্পন্ন করেছে প্রথমার্ধে।কিন্তু দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটের মাথায় উইলিয়ানের পাসে মেক্সিকোর জালে আঘাত হানেন নেইমার।এরপর মেক্সিকোর জালে দ্বিতীয় আঘাত হেনেছেন ব্রাজিলীয় অ্যাটাকিং মিডফিল্ডার ফিরমিনহো। দ্বিতীয়ার্ধের ৮৮মিনিটে নেইমারের পাসে গোল করে ব্যবধান বাড়ান ফিরমিনহো। খেলায় ৫৪ভাগ বল দখল ছিল মেক্সিকোর। আর ব্রাজিলের ৪৬ভাগ।তবে আক্রমণে এগিয়ে ছিল ব্রাজিল। ৯০ মিনিটে ব্রাজিল আক্রমণ করেছে ২১টি। আর মেক্সিকো ১৩টি। মেক্সিকো হলুদ কার্ড পেয়েছে ৪টি আর ব্রাজিল ২টি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন