News71.com
 Sports
 07 Jul 18, 05:48 AM
 860           
 0
 07 Jul 18, 05:48 AM

ব্রাজিলকে হারিয়ে ৩২ বছর পর সেমিফাইনালে বেলজিয়াম  

ব্রাজিলকে হারিয়ে ৩২ বছর পর সেমিফাইনালে বেলজিয়াম   

স্পোর্টস ডেস্ক: প্রায় তিন যুগ, ৩২ বছর পর ফের সেমিফাইনালে বেলজিয়াম। বিশ্বকাপের অন্যতম ফেভারিট ব্রাজিলকে হারিয়ে দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে উঠছে তারুণ্য নির্ভর বেলজিয়াম। কোয়ার্টার ফাইনাল ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে বেলজিয়ানরা। মাত্র ১৩ মিনিটে ফার্নান্দো লুইজ রোজার আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। কর্নার থেকে আসা বল তার মাথায় লেগে চলে যায় নিজেদের পোস্টে। আর ৩১ মিনিটে কেভিন ডি ব্রুইন গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে ডি ব্রুয়েইন দুর্দান্তভাবে কাজে লাগান এই সুযোগকে। এই দুই গোলে এগিয়ে থেকেই বেলজিয়াম বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে ব্রাজিল গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে। কিন্তু বেলজিয়াম রক্ষণ জোর দিয়ে খেলায় সেই গোলের দেখা পাচ্ছিলেন না নেইমার-জেসুস-কুটিনহোরা। শেষ পর্যন্ত ৭৬ মিনিটে ব্রাজিলের পক্ষে রেনেটাও অগাস্টো এক গোল শোধ করতে সক্ষম হন। বাকি সময়ে দু’দল গোল না পাওয়ায় ২-১ গোলে হেরে রাশিয়া বিশ্বকাপ এখানেই শেষ করতে হয় ব্রাজিলকে। সেই সংঙ্গে ৩২ বছর পর সেমিফাইনাল নিশ্চিন্ত করলো বেলজিয়াম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন