sports
 08 Oct 18, 05:12 AM
 110             0

এমবাপের ৪ গোল।।লিওর বিপক্ষে পিএসজির বড় জয়

এমবাপের ৪ গোল।।লিওর বিপক্ষে পিএসজির বড় জয়

স্পোর্টস ডেস্কঃ ফ্রান্সের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক তিনি। রাশিয়ায় তার ক্ষিপ্র গতি ফুটবল দুনিয়াকে মুগ্ধ করেছিল। সেই কিলিয়ান এমবাপে জ্বলে উঠলেন পিএসজির হয়ে। একটাই করলেন চার গোল। নিজেদের মাঠে রবিবার রাতে লিঁওর বিপক্ষে (লিগ ওয়ানে) ৫-০ গোলে জিতেছে পিএসজি। অপর গোলটি করেছেন নেইমার। ম্যাচের শুরুতেই দারুণ আক্রমণাত্মক ছিল পিএসজি। নবম মিনিটে নেইমারের পেনাল্টি শটে এগিয়ে যায় তারা। এমবাপেকে ডিবক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পিএসজি। ৩৩তম মিনিটে লিওঁর মিডফিল্ডার এনদোম্বেলেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বে। এরপর হলুদ কার্ড দেখেন নেইমার ও মার্কো ভেরাত্তি। বিরতির আগ মুহূর্তে এমবাপেকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন লিওঁর ফরাসি মিডফিল্ডার লুকা। দুই দলই হয়ে যায় ১০ জনের দল।

বিরতির খানিক পর শুরু হয় এমবাপে জাদু। আট মিনিটের ব্যবধানে তিন গোল করে দারুণ চমক দেখান তিনি। ৬১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। ৬৬তম মিনিটে মার্কিনিয়োসের পাস থেকে বল জালে ঠেলে দেন তিনি।৬৯তম মিনিটে দারুণ ক্ষিপ্রতায় জোরালো শটে হ্যাটট্রিক পূরণ করেন এমবাপে। ৭৪তম মিনিটে লিঁওর কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন এমবাপে। এবারের লিগে তার গোল হলো আটটি। লিগে নয় ম্যাচের সবকটিতে জয় পাওয়া পিএসজির পয়েন্ট এখন ২৭। ৮ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিল। তৃতীয় স্থানে থাকা মার্সেইয়ের পয়েন্ট ১৬।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')