News71.com
 Sports
 11 May 16, 09:01 PM
 859           
 0
 11 May 16, 09:01 PM

শুরু হতে যাচ্ছে প্রিমিয়ার লিগ হকি ।। প্রস্তুতি শেষ পর্যায়......

শুরু হতে যাচ্ছে প্রিমিয়ার লিগ হকি ।। প্রস্তুতি শেষ পর্যায়......

স্পোর্টস ডেস্ক: দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর প্রিমিয়ার লিগ হকি শুরু হতে যাচ্ছে । সদ্য ক্লাব কাপ হকি শেষ করা জিমি-অসীমরাও আগামী বৃহস্পতিবার থেকে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে নামবেন স্টিক হাতে নিয়ে।

উল্লেখ্য গত ২০১৪ সালের ফেব্রুয়ারিতে সব শেষ প্রিমিয়ার লিগ হকি শুরু হয়েছিল। এরপর ফেডারেশনের নানা জটিলতায় লিগ আলোর মুখ দেখেনি। সে জটলা কাটায় লম্বা বিরতির পর মোহামেডান স্পোর্টিং ক্লাব, মেরিনার ইয়াংস, ওয়ারী, বাংলাদেশ স্পোর্টিংও মাঠে ফিরছে এবার।

আবাহনী লিমিটেড, ঊষা ক্রীড়া চক্র, সাধারণ বীমা, অ্যাজাক্স এসসি, আজাদ এসসি ও সোনালী ব্যাংক এসআরসি, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, মোহামেডান স্পোর্টিং, মেরিনার ইয়াংস, বাংলাদেশ এসসি, ওয়ারী ক্লাব ও রেলওয়ে এসসি-এই ১২ দল নিয়ে হবে এবারের লিগ।

উদ্বোধনী ম্যাচে লিগের গত আসরের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড খেলবে রেলওয়ে এসসির বিপক্ষে। ক্লাব কাপের শিরোপা জেতা আবাহনী কোচ মাহবুব হারুণ লিগেও মুকুট ধরে রাখার ছক কষছেন।

“সব দলই এবার ভালো দল নিয়ে লিগে নামছে। কে কোন ম্যাচ জেতে, হারে, তা বলা কঠিন। কঠিন লড়াই হবে জেনেও আমরা শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে নামব। আমার বিশ্বাস, পরিকল্পনা অনুযায়ী চলতে পারলে কাজটা খুব একটা কঠিন হবে না।”

এবারে লিগে বিদেশিদের দাপট বেশি দেখা যাবে। গত আসরে সর্বোচ্চ চার বিদেশি নিবন্ধন ও তিন জনকে খেলানোর অনুমতি ছিল। এবার পাঁচ বিদেশির নিবন্ধন করিয়ে পাঁচ জনকেই খেলানো যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন