News71.com
 Sports
 15 Dec 18, 05:22 AM
 695           
 0
 15 Dec 18, 05:22 AM

কাতার ফুটবল বিশ্বকাপে ৪৮ দেশের অংশগ্রহণে সম্মতি দিয়েছে ফিফা  

কাতার ফুটবল বিশ্বকাপে ৪৮ দেশের অংশগ্রহণে সম্মতি দিয়েছে ফিফা   

স্পোর্টস ডেস্কঃ ২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপে ৪৮ দেশের অংশগ্রহণে সম্মতি দিয়েছে ফিফাসহ বড় সহযোগী দেশগুলো। কাতারে স্থান সঙ্কুলান না হওয়ায় তা কাতারের পার্শ্ববর্তী দেশে কিছু ম্যাচ স্থানান্তরের কথা ভেবেছিল ফিফা প্রসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। কিন্তু কাতারের সঙ্গে পার্শ্ববর্তী দেশ গুলোর সুসম্পর্ক না থাকায় শঙ্কা দেখা দিয়েছে ৪৮ দলের বিশ্বকাপ। গতকাল শুত্রুবার কাতারের দোহায় এক প্রেস ব্রিফিংয়ে এসব নিয়ে কথা বলেন ফিফা প্রেসিডেন্ট। মরুর দেশ কাতারে বসছে এবারের বিশ্বকাপ আসর।

বিশ্বব্যাপী ফুটবল ছড়িয়ে দিতে প্রথম বারের মত ৩২ দল থেকে বাড়িয়ে ৪৮ দল করার প্রস্তাব দেয় ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তাতে সম্মতি দেয় ফুটবলে বড় দলগুলো। কিন্তু কাতারের পাশের দেশ আরব-আমিরাত, বাহরাইন ও সৌদি-আরব, কাতারের সাথে দ্বন্দ্ব থাকায় বিশ্বকাপ আয়োজনে সাহায্য করতে নারাজ। তাই কাতারের একার পক্ষে ৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন এখনই নিশ্চিত করা যাচ্ছে না।চূড়ান্ত সিধান্তের জন্য অপেক্ষা করতে হবে আগামী বছর মার্চ পর্যন্ত। ফিফার এক কর্মকর্তা জানান, কিছু ম্যাচ আমরা কাতারের বাইরে আয়োজ়ন করতে চেয়েছিলাম। দল বাড়লে এত ম্যাচ কাতারে আয়োজন করা কষ্টকর হয়ে যাবে। সামনে এশিয়ান ন্যাশন লিগে দেশ গুলোর সাথে আমরা আলোচনা করবো। আশা করি আমরা সবার সহযোগীতা নিয়ে সিধান্তে পৌছতে পারবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন