News71.com
 Sports
 16 Dec 18, 05:51 AM
 673           
 0
 16 Dec 18, 05:51 AM

বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলতে চায় ভারত  

বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলতে চায় ভারত   

স্পোর্টস ডেস্কঃ আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম বা এফটিপির বাইরে বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চায় ভারত। গতকাল শনিবার গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিসিআইয়ের সেক্রেটারি অমিতাভ চৌধুরী। তিনি দাবি করেন, ভারতের মাটিতে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন হলে, বাণিজ্যিক দিক থেকেও লাভবান হবে বিসিসিআই। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ পথ চলা শুরু ১৮ বছর হলো। গেল দেড়যুগে বাংলাদেশ একবারই ভারতের মাটিতে একটি টেস্ট খেলার সুযোগ পেয়েছে ২০১৭ সালে এসে। বাণিজ্যিক কারণেই মূলত ভারত তাদের মাটিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানায় না। তবে, এবার প্রেক্ষাপট বদলেছে। তাই বিশ্ব ক্রিকেটের প্রভাবশালী ক্রিকেট বোর্ড বিসিসিআই। বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চাইছে।

বিসিসিআই সেক্রেটারি অমিতাভ চৌধুরী বলেন, বাংলাদেশ ক্রিকেট বিশ্বের এখন পরাশক্তি দল। এটা তারা পারফরমেন্স দিয়ে প্রমাণ করেছে। আমরা এখন বাংলাদেশের বিপক্ষে ভারতে মাটিতে সিরিজ খেলার ব্যাপারে খুবই আগ্রহী। আইসিসির ২০২৩ সালের সূচি অনুযায়ী ২০২২ সালের নভেম্বরে ভারতের মাটিতে ২টি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। তবে, তার আগেই হবে ভারত-বাংলাদেশের বাড়তি একটি সিরিজ। অমিতাভ চৌধুরী আরও বলেন, আইসিসি থেকে নির্দেশ আছে। ২০২৩ সাল পর্যন্ত সূচি মেনে চলতে হবে। তবে, হ্যাঁ ২০২২ সালের আগে সুযোগ খুঁজছি বারতি একটি দ্বিপাক্ষিক সিরিজ ভারতে আয়োজনে। এতো বাণিজ্যক ভাবে বিসিসিআই লাভবান হবে। সামনেই ২০১৯ বিশ্বকাপ যেখানে বাংলাদেশকে ফেভারিটর তালিকায় রাখছেন আইসিসি'র নীতিনীধারক। তিনি আরো জানান, ২০ বছর আগে হলে ভিন্ন কথা বলতাম। কিন্তু এখন যে পর্যায়ের ক্রিকেট খেলছে, তাতে বলতেই হচ্ছে বিশ্বকাপে বাংলাদেশও আমার কাছে ফেভারিট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন