sports
 28 Dec 18, 05:35 AM
 68             0

ইতালিয়ান ফুটবল লিগ বন্ধ করে দেয়ার হুমকি॥

ইতালিয়ান ফুটবল লিগ বন্ধ করে দেয়ার হুমকি॥

স্পোর্টস ডেস্কঃ ইউরোপিয়ান ফুটবলে আবারো জেঁকে বসেছে বর্ণবাদ। কয়েকদিন আগে ইংলিশ ফুটবলার রাহিম স্টার্লিংয়ের সঙ্গে বর্ণবাদী আচরণের জেরে সরগরম হয়ে ওঠে ফুটবল পাড়া। এবার ইন্টার মিলান সমর্থকদের বর্ণবাদী আচরণে ক্ষুব্ধ হয়ে পরবর্তীতে এমন ঘটনা ঘটলে মাঠ ছেড়ে উঠে যাওয়ার হুমকি দিলেন নাপোলির কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান লিগে ইন্টার মিলান সানসিরোতে নাপোলিকে ১-০ গোলে হারানোর ম্যাচে ইন্টার সমর্থকদের বর্ণবাদী আচরণের শিকার হন নাপোলির ডিফেন্ডার কালিদৌ কুলিবালি। এই ঘটনায় বেশ চটেছেন আনচেলত্তি। মেজাজ হারিয়ে ম্যাচের ৮০ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন তিনি।

ম্যাচ শেষে আনচেলত্তি ক্ষুব্ধ কন্ঠে বলেন, আমরা রেফারিকে ম্যাচের ভেতর তিনবার বলেছি ম্যাচে বর্ণবাদী চ্যান্ট হচ্ছে; কিন্তু তিনি শোনেননি। পরবর্তীতে আমাদের সাথে এমন ঘটনা ঘটলে সাথে সাথে ম্যাচ বন্ধ করে মাঠ থেকে উঠে যাবো। যদি সেই ম্যাচে আমাদেরকে হারিয়েও দেওয়া হয় তাতেও আমার আফসোস থাকবে না। মাঠে ইন্টার সমর্থকদের বর্ণবাদী আচরণে ক্ষুব্ধ ছিল নাপোলি সমর্থকরাও। এক নাপোলি সমর্থকের ক্ষোভের বহিঃপ্রকাশে ম্যাচ শেষে মারা যান এক ইন্টার সমর্থক। ৩৫ বছর বয়সী সেই ইন্টার সমর্থক সানসিরো স্টেডিয়ামে নাপোলির সমর্থকদের বিরুদ্ধে বর্ণবাদী মনোভাব ব্যক্ত করেছিলেন। বৃহস্পতিরবার তার লাশ পাওয়া যায়। এই ঘটনায় বিস্মিত ইতালিয়ান লিগের সভাপতি মার্সেলো কারদোনা। তিনি ইতালিয়ান লিগ বন্ধ করে দেয়ার হুমকি পর্যন্ত দিয়েছেন। ইন্টার সমর্থকদের উপরেও নেমে আসে নিষেধাজ্ঞা। তিনি বলেন, ‘এই ঘটনায় আমরা মর্মাহত। ইন্টার সমর্থকদের লিগের পরবর্তী সব অ্যাওয়ে ম্যাচে নিষিদ্ধ করা হলো এবং সানসিরোতে পরবর্তী ৫টি লিগ ম্যাচ এবং কোপা ইতালিয়ার ম্যাচগুলি তারা দর্শকশূন্য গ্যালারিতে খেলবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')