sports
 28 Jan 19, 05:17 AM
 75             0

ফুটবল॥এস্পানলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের দাপুটে জয়  

ফুটবল॥এস্পানলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের দাপুটে জয়   

স্পোর্টস ডেস্কঃ বেঞ্জামার জোড়া গোলের উপর ভর করে এস্পানলের বিপক্ষে ৪-২ গোলের দাপুটে জয় পেল রিয়াল মাদ্রিদ। এই জয়ের ফলে লা লিগার পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে দলটি। খেলার চার মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন ফ্রেন্স তারকা বেঞ্জামা। ১৫ মিনিটে ব্যবধান ২-০ করেন স্প্যানিশ তারকা সার্জিও রামোস। এর ১০ মিনিট পরেই গোল করে খেলা জমিয়ে দেন এস্পানল তারকা ব্যাপটিস্টাও। তবে বেশিক্ষণ লড়াইয়ে থাকতে পারেনি তার দল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করেন বেঞ্জামা। বদলি খেলোয়াড় হিসেবে নেমে গ্রাথ বেল ৬৭ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে দেন। এরপর খেলা থেকে একরকম ছিটকে যায় এস্পানল। ৭২ মিনিটে ভ্যারানে লাল কার্ড দেখলে ১০ জনের দল হয়ে যায় রিয়াল। পরে ৮১ মিনিটে রোজালেস ব্যবধান কমালেও আর খেলায় ফিরতে পারেনি এস্পানল।

অন্য ম্যাচে, ম্যাচের দীর্ঘ সময় ১০ জন নিয়ে খেলে লা লিগার ম্যাচে জিরোনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। গোল দুটি করেছে লিওনেল মেসি ও নেলসন সেমেদো। নবম মিনিটে নেলসন সেমেদোর গোলে এগিয়ে যায় বার্সা। প্রথমার্ধে আরও বেশ কয়েকটি চেষ্টা করলেও গোলের দেখা পায়নি বার্সা। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ভালভার্দের দল। বিরতির পর শুরুতেই ১০ জনের দলে পরিণত হয় জিরোনা। ৫১ মিনিটে দলটির ফুটবলার এস্পিনোসা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। প্রতিপক্ষকে ১০ জন পেয়ে আরও আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে বার্সা। ফল পেতেও খুব সময় লাগেনি সফরকারীদের। ৬৮ মিনিটে সেই আলবার পাস থেকে বল পেয়ে গোল করে বসেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে ভালভার্দের দল। ২১ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষ রয়েছে বার্সা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')