News71.com
 Sports
 08 Feb 19, 07:21 AM
 589           
 0
 08 Feb 19, 07:21 AM

কাতারের প্রতিবেশী দেশগুলো দুর্বৃত্ত ও প্রতারক ॥ গণমাধ্যম বিষয়ক প্রধান আহমাদ বিন সাঈদ  

কাতারের প্রতিবেশী দেশগুলো দুর্বৃত্ত ও প্রতারক ॥ গণমাধ্যম বিষয়ক প্রধান আহমাদ বিন সাঈদ   

স্পোর্টস ডেস্কঃ প্রতিবেশী দেশগুলোকে দুর্বৃত্ত ও প্রতারক বলে মন্তব্য করেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণমাধ্যম বিষয়ক প্রধান আহমাদ বিন সাঈদ আর রামিহি। সৌদি আরবের এক কর্মকর্তার বক্তব্যের প্রতিবাদে তিনি এ মন্তব্য করেন। এর আগে সৌদি কর্মকর্তা বলেছিলেন, কাতার ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের কিছু ম্যাচ প্রতিবেশী দেশগুলোতে আয়োজনের বিরোধী। এর জববাবে দেশটির গণমাধ্যম বিষয়ক প্রধান বলেন, কোন প্রতিবেশী দেশকে ম্যাচ আয়োজনের সুযোগ দেব? দুর্বৃত্ত ও প্রতারক প্রতিবেশী দেশগুলোকে? প্রশ্নই আসে না।

সৌদি আরবের নেতৃত্বে কয়েকটি দেশ প্রতিবেশী কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করে রেখেছে। এদিকে ২০২২ সালের বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যা ৪৮টিতে উন্নীত করার সিদ্ধান্ত চূড়ান্ত হলে কাতারের প্রতিবেশী দেশগুলোতে অনেক ম্যাচ আয়োজন করতে হতে পারে বলে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফার সভাপতি গিয়ান্নি ইনফানতিনো মন্তব্য করার পর এ নিয়ে আলোচনা চলছে। ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজক দেশ হচ্ছে কাতার। প্রতিযোগী টিমের সংখ্যা ৪৮ এ উন্নীত করার বিষয়ে আগামী মার্চে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন