News71.com
 Sports
 11 Mar 19, 05:42 AM
 652           
 0
 11 Mar 19, 05:42 AM

অসাধারন ডাবল সেঞ্চুরি টেলরের ৪৩২ রান তুলে ইনিংস ঘোষণা

অসাধারন ডাবল সেঞ্চুরি টেলরের ৪৩২ রান তুলে ইনিংস ঘোষণা

স্পোর্টস ডেস্কঃ ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টে ২২১ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। আগের দিন ২ উইকেট হারিয়ে ৩৮ রান তোলা স্বাগতিক শিবির রস টেলরের ডাবল সেঞ্চুরি ও হেনরি নিকোলসের সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ৪৩২ রান তোলার পর প্রথম ইনিংস ঘোষণা করে।নিউজিল্যান্ডকে ২১০ রানের লিড এনে দিয়ে সাজঘরে ফেরেন রস টেলর। নিজে ২০০ পূর্ণ করার পর মোস্তাফিজুর রহমানের বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দেন। তার আগেই কিউইদের সংগ্রহ চারশ ছাড়ায়। তাইজুল ইসলামের দ্বিতীয় শিকার হয়ে তার আগে সাজঘরে ফিরেন হেনরি নিকোলস। এ বাঁহাতি করেন ১০৭ রান।তৃতীয় দিন দুই উইকেট পাওয়া রাহীর তৃতীয় শিকার বিজে ওয়াটলিং। এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ৮ রান করে সৌম্য সরকারের হাতে ক্যাচ তুলে দিতেই ইনিংসের ইতি টানে কিউইরা।২১১ রানের ছোট পুঁজি নিয়েও বোলিংয়ে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। ৮ রান তুলতেই নিউজিল্যান্ডের দুই ওপেনারকে সাজঘরে পাঠিয়ে ভালো কিছুর আশা জাগান আবু জায়েদ। তৃতীয় দিনের সে সাফল্য মিলিয়ে গেছে চতুর্থ দিনে এসে।

বেসিন রিজার্ভের ২২ গজে বাংলাদেশের বোলারদের পরীক্ষা নেন টেলর। এ ডানহাতি ব্যাটসম্যান টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো করেন দেড়শর বেশি রান।সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দুই দিন ভেসে যায় বৃষ্টিতে। তৃতীয় দিনে মাঠে গড়ায় বল। টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ গুটিয়ে যায় দুই সেশনেই। তৃতীয় দিনের শেষভাগে বৃষ্টি হানা দেয়ার আগে নিউজিল্যান্ড ২ উইকেট হারিয়ে তোলে ৩৮।১০ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা উইলিয়ামসন আউট হন ৭৪ করে। ১৬৬ রানের জুটি ভাঙেন তাইজুল, কিউই অধিনায়ককে কট অ্যান্ড বোল্ড করে। দিনের দুই সেশনে বাংলাদেশের একমাত্র সাফল্য যেটি। চা-বিরতির পর আরও ৩ উইকেট হারায় ব্ল্যাকক্যাপসরা।নিকোলসের সঙ্গে জুটি গড়ে টেলর এগিয়ে যান তিন অঙ্ক ছোঁয়ার পথে। ১৮তম সেঞ্চুরিটি তুলে নেন মাত্র ৯৭ বলে। সেঞ্চুরির পথে মারেন ১৪টি চার ও তিনটি ছক্কা। দেড়শ পূর্ণ করেন ১৫৭ বলে। পরের ফিফটি তুলতে মারেন আরও চারটি বাউন্ডারি। ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরিটি পূর্ণ করেন ২১১ বলে। মারেন ১৯টি চার ও ৪টি ছয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন