News71.com
 Sports
 21 Mar 19, 12:59 PM
 626           
 0
 21 Mar 19, 12:59 PM

আর্জেন্টিনার সঙ্গে বিশ্বকাপ আয়োজন করতে চায় চিলিও

আর্জেন্টিনার সঙ্গে বিশ্বকাপ আয়োজন করতে চায় চিলিও

স্পোর্টস ডেস্ক: ২০২২ সালে কাতারে বসবে ফুটবল বিশ্বকাপ। ২০২৬ সালে পরের আসরটা যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। কিন্তু এর পরের আসরটা কোথায় হবে? ফিফা এখনো নির্ধারণ করেনি আয়োজক দেশ হচ্ছে কারা। কিন্তু লাতিন আমেরিকার ফুটবল ঐতিহ্যের দেশ আর্জেন্টিনা আয়োজন করতে চায় সেই আসরটি। সহ-আয়োজক হিসেবে প্রতিবেশী উরুগুয়ে, প্যারাগুয়ের নাম প্রাথমিকভাবে ঘোষণা করলেও সর্বশেষ চিলিকেও সঙ্গে নিতে চাইছে আর্জেন্টিনা। ২০৩০ বিশ্বকাপ আয়োজনের বিডিংয়ে অংশ নেওয়ার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে বুধবার নিজেদের নাম ঘোষণা করেছে আর্জেন্টিনা। লাতিন আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (কোনমেবল) প্রধান আলেজান্দ্রো ডমিনগেজ বুয়েন্স আয়ার্সে একটি সভা শেষে বুধবার এমন ঘোষণা দেন। উচ্চ পর্যায়ের ওই সভায় আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়েসহ চারটি লাতিন দেশের প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত আর্জেন্টিনার প্রেসিডেন্ট মরিসিও ম্যাক্রি সভাশেষে সংবাদমাধ্যমকে বলেন, ‘বিশ্বকাপের আয়োজক হওয়ার বিডিংটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমাদের যত দ্রুত সম্ভব কাজ শুরু করতে হবে। লাতিন দেশগুলোর মধ্যে বিশ্বকাপের ১৯৩০ আসরটা আয়োজন করেছিল উরুগুয়ে। ১৯৬২ আসরের আয়োজক ছিল চিলি। আর ১৯৭৮ সালে বিশ্বকাপ আয়োজন করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল ড্যানিয়েল প্যাসেরেলার আর্জেন্টিনা।২০৩০ আসর আয়োজনে আগ্রহী লাতিন দেশগুলোকে বিডিংয়ে লড়তে হবে আসরটির যৌথ আয়োজক হতে ইচ্ছুক ইংল্যান্ড-আয়ারল্যান্ড এবং স্পেন, পর্তুগাল ও মরক্কোর ত্রিদেশীয় জোটের সঙ্গে। ২০২২ কাতার বিশ্বকাপ চলাকালীন ফিফার কংগ্রেসে চূড়ান্তভাবে ২০৩০ আসরের আয়োজক দেশের নাম ঘোষণা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন