News71.com
 Sports
 28 May 16, 11:19 AM
 871           
 0
 28 May 16, 11:19 AM

র‌্যাশফোর্ডের ইতিহাস গড়া ফুটবল ম্যাচে ইংল্যান্ডের টানা দ্বিতীয় জয়.......

র‌্যাশফোর্ডের ইতিহাস গড়া ফুটবল ম্যাচে ইংল্যান্ডের টানা দ্বিতীয় জয়.......

স্পোর্টস ডেস্ক : পাঁচ দিনের ব্যবধানে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইংল্যান্ড। মার্কাস র‌্যাশফোর্ডের ইতিহাস গড়া ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। গতকাল শুক্রবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে অভিষেকে গোল করেন র‌্যাশফোর্ড, এ দিন তার বয়স ছিল ১৮ বছর ২০৮ দিন। ইংল্যান্ডের অন্য গোলটি করেন ওয়েইন রুনি।

গত রোববার তুরস্ককে একই ব্যবধানে হারিয়েছিল রয় হজসনের দল। এই দুই জয়ে আগামী ১০ জুন ফ্রান্সে শুরু হতে যাওয়া ইউরোর মূল পর্বে মাঠে নামার আগে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠলো বাছাইপর্বে শতভাগ সফল দলটি।

সান্ডারল্যান্ডের মাঠ স্টেডিয়াম অব লাইটে ম্যাচের শুরুতেই মার্কাস র‌্যাশফোর্ডের রেকর্ড গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। বাঁ-দিক থেকে রাহিম স্টার্লিংয়ের ক্রস প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে উপরে উঠে যায়, ফিরতি বল ফাঁকায় পেয়ে ভলিতে জালে জড়ান ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড, তখন ম্যাচের দৈর্ঘ্য দুই মিনিট ১৫ সেকেন্ড।

এই গোলের সাহায্যে ইংলিশ ফুটবলের ইতিহাসে কমবয়সী গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিলেন গত ফেব্রুয়ারিতে ইউনাইটেডের হয়ে অভিষেক হওয়া র‌্যাশফোর্ড।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই জ্যাক উইলশেয়ারের বদলি হিসেবে অভিজ্ঞ ওয়েইন রুনিকে মাঠে নামান হজসন। কোচের আস্থার প্রতিদান দিতে দেরি করেননি ইউনাইটেড তারকা, ৫৫তম মিনিটে স্টার্লিংয়ের পাস ধরে ডি বক্সের ঠিক বাইরে থেকে বিদ্যুৎ গতির শটে ব্যবধান বাড়ান তিনি।

৭৫তম মিনিটে প্রতিপক্ষের আক্রমণ রুখতে গিয়ে স্বাগতিক ডিফেন্ডার এরিক দিয়ের নিজেদের জালেই বল জড়ালে লড়াই জমে ওঠার সম্ভাবনা জাগে। তবে শেষ পর্যন্ত ইংল্যান্ডের জয়ের পথে বাধা হতে পারেনি অস্ট্রেলিয়া। দিনের অন্য ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল বিশ্বকাপের তৃতীয় হওয়া নেদারল্যান্ডস। দিনের অপর এক ম্যাচে মাল্টাকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে চেক প্রজাতন্ত্র ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন