News71.com
 Sports
 01 Jun 20, 10:36 AM
 591           
 0
 01 Jun 20, 10:36 AM

ইউএস ওপেন টেনিস প্রতিযোগিতা আয়োজনে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র॥

ইউএস ওপেন টেনিস প্রতিযোগিতা আয়োজনে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র॥

স্পোর্টস ডেস্কঃ ইউএস ওপেন টেনিস আয়োজনের প্রক্রিয়া আরও বেগবান হয়েছে। প্রয়োজনে খেলোয়াড়দের জন্য বিশেষ বিমান ব্যবস্থারও পরিকল্পনা করা হচ্ছে।করোনাভাইরাসের কারণে স্থগিত হয়েছে উইম্বলডন টেনিস। লকডাউনে অলস সময় কাটাচ্ছেনফেদেরার-নাদাল-জোকোভিচ-সেরেনা উইলিয়ামসরা। বড় অঙ্কের আর্থিক লোকসান গুনতে হচ্ছে কর্তৃপক্ষকে। তাই বিশ্বব্যাপী লকডাউন শিথিল হওয়ায় যেকোনো মূল্যে ইউএস ওপেন টেনিস আয়োজনে মরিয়া যুক্তরাষ্ট্র টেনিস অ্যাসোসিয়েশন। যে প্রক্রিয়া এবার আরও ত্বরান্বিত হয়েছে।ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে খেলোয়াড়দের নিউইয়র্কে উড়িয়ে নিতে বিশেষ বিমান ব্যবস্থা করতে যাচ্ছে তারা। কিছু নিয়মেও পরিবর্তন আনা হতে পারে। পুরুষদের এককে সেট কমানোর সুপারিশ করেছে খেলোয়াড়রা। ৫ সেটের পরিবর্তে ৩ সেটে অনুষ্ঠিত হতে পারে এবারের ইউএস ওপেন। যদিও এসব নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ইউএস টেনিস অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন