News71.com
 Sports
 04 Aug 20, 12:16 PM
 436           
 0
 04 Aug 20, 12:16 PM

ফুটবলার ইনফান্তিনোর পাশে দাঁড়িয়েছে ফিফা॥

ফুটবলার ইনফান্তিনোর পাশে দাঁড়িয়েছে ফিফা॥

স্পোর্টস ডেস্কঃ সুইস আদালতে ফৌজদারি মামলার চলমান তদন্তে সভাপতি ইনফান্তিনোর পক্ষ নিচ্ছে ফিফা। ইনফান্তিনোর ঘটনাকে শেপ ব্লাটারের ঘটনার সাথে তুলনা করাকে অবান্তর বললেন ফিফা। কি কারণে সুইস আদালত তদন্ত করছিল তার ব্যাপারেও নাকি জানেনা ফিফা। তবে যে বিষয়ে তদন্ত হচ্ছিল সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করতেই ৩ বার বৈঠক করতে হয়েছিল বলেও জানান ফিফার ডেপুটি সেক্রেটারি।ফিফা সভাপতির নামে ফৌজদারি মামলা। তাও আবার দুর্নীতি সংক্রান্ত। তোলপাড় বিশ্ব ফুটবল প্রশাসনে। সুযোগটা নিলেন সাবেক সভাপতি শেপ ব্লাটার। দুর্নীতির দায়ে নিষিদ্ধ এই কর্তা দাবি করলেন জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগের।

 

যদিও বর্তমান সভাপতির পাশে রয়েছে ফিফা। মুখ খুলেছেন ডেপুটি সেক্রেটারি। অনেকে ব্লাটারের সাথে ইনফান্তিনোকে তুলনা করতে শুরু করেছেন। পদত্যাগের দাবিও করছেন। এ ব্যাপারে সাফ কথা ফিফার এই কর্তার।ফিফা ডেপুটি সেক্রেটারি অ্যালাসডাইর বেল বলেন, হ্যা, যে কেউ দাবি তুলতে পারে ইনফান্তিনোর পদত্যাগের। যেহেতু তার ব্যাপারে ফৌজদারি মামলার তদন্ত চলছে। কিন্তু দাবি করলেই তো হবে না। আপানকে দেখতে হবে আসল ব্যাপারটা কি। সুইস আদালত যে ব্যাপারে তদন্ত করছে তা খুব গুরুত্বপূর্ণ কিছু নয়। কিন্তু শেপ ব্লাটারের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ নিয়েই ব্যবস্থা নেয়া হয়েছে। অর্থাৎ যারা ইনফান্তিনো আর ব্লাটারকে এক সাথে মিলাচ্ছেন তারা ভুল করছেন। এটা অবান্তর দাবি। যে তদন্ত সুইস আদালত করছে তা তাদের করতে দিন। তবে আমরা মনে করি না তার প্রাতিষ্ঠানিক কাজে কোন সমস্যা করবে। ইনফান্তিনো নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে আমরা একটা দুর্নীতির বেড়াজাল থেকে মুক্তি পেয়েছিলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন