News71.com
 Sports
 04 Aug 20, 08:00 PM
 466           
 0
 04 Aug 20, 08:00 PM

ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ড্র করাই জয়ের সমান॥ পাকিস্তানি তারকা আফ্রিদি

ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ড্র করাই জয়ের সমান॥ পাকিস্তানি তারকা আফ্রিদি

স্পোর্টস ডেস্কঃ করোনার বিরতি কাটিয়ে ইংল্যান্ড মাঠে ফিরিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট। এরইমধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলে ফেলেছে তারা। চলছে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। কাল থেকে আবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হবে তাদের। টানা খেলায় আছে ওরা। তারমধ্যে খেলবে নিজেদের মাঠে। নিজ দেশের ক্রিকেটারদেরকে তাই সতর্ক করে দিলেন সাবেক পাকিস্তানী তারকা শহীদ আফ্রিদি। দেশটির বিপক্ষে টেস্ট সিরিজে ড্র করতে পারলেও জেতার মতো আনন্দ পাবেন বলেই জানিয়েছেন সাবেক অলরাউন্ডার। বুধবার (৫ আগস্ট) সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের ১ম টেস্টে মুখোমুখি হবে পাকিস্তান। সিরিজ খেলতে প্রায় ৩৫ দিন আগে ইংল্যান্ডে পা রেখেছেন বাবর আজম-আজহার আলীরা। কোয়ারেন্টাইন পর্ব শেষ করে প্রায় ২ সপ্তাহ ধরে করছেন অনুশীলনও। তারপরও ঠিক কতোটা মানিয়ে নিতে পেরেছেন কন্ডিশনের সঙ্গে সেই প্রশ্ন থেকেই যায় আফ্রিদির। তার মতে, দেশটিতে খেলা সবসময়ই কঠিন।ক্রিকেট পাকিস্তান ডটকমকে দেয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ইংল্যান্ডের কন্ডিশান খুবই কঠিন। বিশেষ করে আপনি যখন ওখানে টেস্ট খেলতে যাবেন।তারপরও দলের ওপর আস্থা রাখছেন তিনি। বলেন, ওদের ওপর আমার সর্বোচ্চ আস্থা আছে। জানি ওরা সবাই জানপ্রাণ দিয়ে চেষ্টা করবে। আমার মনে হয়, ইংল্যান্ডে টেস্ট সিরিজ ড্র করতে পারলেও জয়ের সমান আনন্দই পাবো আমি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন