News71.com
 Sports
 15 Sep 20, 11:05 AM
 490           
 0
 15 Sep 20, 11:05 AM

ফুটবল॥ দারুণ জয়ে মৌসুম শুরু করলো চেলসি

ফুটবল॥ দারুণ জয়ে মৌসুম শুরু করলো চেলসি

স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে শুভ সূচনা করলো চেলসি। মৌসুমের প্রথম ম্যাচে ব্রাইটনের বিপক্ষে ৩-১ গোলে জয় পেলো ল্যাম্পার্ড শিষ্যরা। রাতের আরেক ম্যাচে জার্মান কাপে জয় পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। ডুইসবুর্গকে ৫-০ গোলে উড়িয়ে দিলো ডাই বরুশিয়ানরা।করোনা আক্রান্ত মৌসুমে সেরা চারে থাকতে পারাটাকেই সফলতা বলে মনে নিয়েছিলেন রোমান আব্রামোভিচ। কিন্তু নতুন মৌসুমে যে চাহিদাটা আলাদা, তা ভালোভাবেই বোঝাতে পেরেছিলেন ল্যাম্পার্ডকে। ফলাফল, দলবদলের বাজারে দুর্দান্ত বিকিকিনি করেছেন ইংলিশ কোচ। তবে, সদাইপত্র যাই আসুক, রান্নাটা কেমন হবে তা পুরোপুরি নির্ভর করছিলো পাচকের ওপর। প্রথম ম্যাচে অন্তত সে পরীক্ষায় উতরে গেলেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। পূর্ব এসেক্সের অ্যামেরিকান এক্সপ্রেস কমিউনিটি স্টেডিয়ামে শুরুটা হয় সৌহার্দ্য দেখিয়ে। বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানায় দুদলের ফুটবলাররা। শেষ মৌসুমে এখান থেকে ড্র নিয়ে ফিরতে হয়েছিলো ব্লু'দের। সেই স্মৃতিই তাতিয়ে রেখেছিলো ল্যাম্পার্ডকে। তাই তো কিক অফ হতেই, শুরু হয় আক্রমণ। কিন্তু অগোছালো মাঝমাঠে আধিপত্য নিতে পারছিলো না কেউই। ২০ মিনিট কেটে যায় নিষ্ফল। অবশেষে, প্রথম ভুলটা করে স্বাগতিকরাই। গোলরক্ষক রায়ানের বাড়ানো বল খুঁজে নেয় ভুল মানুষকে। টিমো ভারনারকে আটকাতে ডি বক্সে ফাউল করা ছাড়া আর কোন উপায় ছিলোনা ব্রাইটনের। স্পট কিক থেকে মৌসুমের প্রথম গোল পান জর্জিনহো। এগিয়ে যায় চেলসি। প্রথমার্ধ্বে আর কোন সুযোগ তৈরি করতে পারেনি লন্ডনের ক্লাবটি। উলটো এগিয়ে যাওয়ার সুযোগ ছিলো স্বাগতিকদের সামনে। কিন্তু কেপার দক্ষতায় বেঁচে যায় ল্যাম্পার্ড বাহিনী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন