News71.com
 Sports
 18 Oct 20, 10:38 AM
 481           
 0
 18 Oct 20, 10:38 AM

ফুটবল॥ লা লিগায় অখ্যাত কাদিজের কাছে হারলো রিয়াল মাদ্রিদ

ফুটবল॥ লা লিগায় অখ্যাত কাদিজের কাছে হারলো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্কঃ লা লিগায় হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ। অখ্যাত কাদিজের বিপক্ষে লস ব্লাঙ্কোরা হারলো ১-০ গোলে। ফলে টানা তিন ম্যাচ জয়ের পর লিগে হারের তিক্ততা পেলো লস ব্লাঙ্কোস। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চলছে সংস্কার কাজ। তাই নতুন মৌসুমের হোম ম্যাচগুলো এস্তাদিও আলফ্রেদো দি স্টেফানোতেই খেলতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। এদিন এই স্টেডিয়ামেই রিয়াল আতিথ্য দেয় কাদিজকে। ২০০৪-০৫ মৌসুমের পর এবার লা লিগায় উত্তীর্ণ হওয়া কাদিজ শক্তিমত্তা কিংবা পরিসংখ্যান সব দিক থেকেই পিছিয়ে মাদ্রিদিস্তানদের চেয়ে। যা ম্যাচের শুরু থেকে কিছুটা হলেও বোঝা গেছে। এদিন সেরা একাদশ নিয়েই মাঠে নামে জিদান দল। তাইতো বল দখল, আক্রমণ সব দিক থেকে এগিয়ে থাকে তারাই। কিন্তু ম্যাচের ১৬ মিনিটেই থমকে যায় রিয়াল শিবির। স্বগতিকদের চমকে দিয়ে নেগ্রেদোর অ্যাসিস্টে কাদিজকে লিড এনে দেন লোজানো। গোল খেয়ে নড়েচড়ে ওঠে রিয়াল। একের পর আক্রমণ চালায় অতিথি শিবিরে। কিন্তু আফসোস, ভালো কোন সুযোগই তৈরি করতে পারেননি ভিনিসিয়াস, বেনজেমারা। ফলে এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বর্তমান লিগ চ্যাম্পিয়নরা।

বিরতির পর ফিরে দলে চার-চারটি পরিবর্তন আনেন রিয়াল বস। ভ্যাজকুয়েসের পরিবর্তে অ্যাসেনসিও, রামোসের পরিবর্তে মিলিতাও, মদ্রিচের পরিবর্তে ক্যাসেমিরো আর ইসকোর পরিবর্তে ভালভার্দেকে মাঠে নামান জিদান। ৬৮ মিনিটে দারুণ এক গোলের সুযোগ পেয়েছিলো রিয়াল। টনি ক্রুসের বাড়ানো বল হেড দিয়ে গোলে রূপ দেয়ার চেষ্টা করেছিলেন ভিনিসিয়াস। কিন্তু শেষপর্যন্ত তা আর গোলে রূপ নেয়নি। ৮০ মিনিটে বেনজেমা আশা জাগিয়েও অফসাইডের খাড়ায় পড়ে শেষপর্যন্ত গোলবঞ্চিত হন। শেষদিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠা রিয়াল এলোমেলো খেলায় বেশি মেতে থাকে। কিন্তু শেষপর্যন্ত আর গোলের মুখ দেখেনি লস ব্লাঙ্কোস। ফলে লিগে টানা তিন ম্যাচ জয়ের পর হারের তিক্ততা পেলো জিদানের দল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন