News71.com
 Sports
 21 Oct 20, 07:39 PM
 406           
 0
 21 Oct 20, 07:39 PM

ফুটবল।। জয় দিয়ে আসর শুরু করলো য়্যুভেন্তাস

ফুটবল।। জয় দিয়ে আসর শুরু করলো য়্যুভেন্তাস

স্পোর্টস ডেস্কঃ জয় দিয়ে আসর শুরু করলো য়্যুভেন্তাস। ডায়নামো কিয়েভকে ২-০ গোলে হারালো তুরিনের ওল্ড লেডিরা। জোড়া গোল করেছে য়্যভেন্তাসের আলভারো মোরাতা।ইউক্রেনের ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে স্মৃতি যেনো ফিরে ফিরে আসে। ১৯৯৫ সালে সিরি-আয় ব্রেসিয়ার হয়ে কোচ লুসেস্কু অধীনে অভিষেক ঘটে আন্দ্রে পিরলোর। ভাগ্যের কি মিল! ইউসিএলে কোচ হিসেবে নিজের অভিষেকে প্রতিপক্ষ হিসেবে গুরুকেই পেলেন পিরলো। সেটা আবার চলতি ইউসিএলের উদ্বোধনী ম্যাচে। এমন একটা ম্যাচ দিয়েই চ্যাম্পিয়ন্স লিগে মাঠে ফিরেছে দর্শক। যা বাড়তি মাত্রা যোগ করে ম্যাচে।

শেষ ম্যাচের একাদশ থেকে দলে ৫ পরিবর্তন এনে মাঠ সাজায় পিরলো। রোনালদো, দিবালা, বুফন ছাড়া শুরুতে খেলায় রং হারাচ্ছিল। তবে ম্যাচের ১৩ মিনিটেই কিয়েভ দূর্গে য়্যুভেন্তাসের ত্রাস আশা জাগাচ্ছিল। তবে সেই দফায় অ্যারন রামসি ও কেলেন্নির জোড়া আক্রমণ ভাঙ্গতে পারেনি কিয়েভের রক্ষণ দেয়াল।২৮ ও ৩৫ মিনিটে জোড়ালো সম্ভাবনা তৈরী করেছিল অতিথিরা। তবে য়্যুভরা লক্ষ্য খুঁজে নিতে পারেনি। তাতে গোল শুন্য স্কোর নিয়ে বিরতিতে যায় দু'দল।বিরতির পরই কপাল খোলে তুরিনের ওল্ড লেডিদের। গোল কিপারের হাত থেকে ছিটকে যাওয়া বলে আলভারো মোরাতার নিশানাবাজী। ১-০ গোলে এগিয়ে যায় য়্যুভেন্তাস।২০০২ সালের পর আর কখনো মুখোমুখি হয়নি দু'দল। অভিজ্ঞতা যা আছে তাই নিয়েই নিযেদের মাঠে গোল শোধের চেষ্টা করলো ইউক্রেনের দলটা। কাজের কাজ কিচ্ছু হয়নি। উলটো ম্যাচের ৮৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মোরাতা। ম্যাচে আর গোল হয়নি। তাতে ২-০ গোলের জয় দিয়ে আসরে দারুন শুরু কোচ আন্দ্রে পিরলোর। আর শিষ্যের কাছে ঘরের মাঠে হেরে গ্রুপ পর্বের বাঁধাটা কঠিন করে ফেললো ডায়নামো কিয়েভ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন