News71.com
 Sports
 20 Nov 20, 08:25 PM
 474           
 0
 20 Nov 20, 08:25 PM

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের বয়সসীমা নির্ধারণ।।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের বয়সসীমা নির্ধারণ।।

স্পোর্টস  ডেস্কঃ ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের জন্য ন্যূনতম বয়সের নীতিমালা প্রবর্তন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে ১৫ বছরের আগে কোনো ক্রিকেটার আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না। সম্প্রতি প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইসিসি। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেওয়ার জন্য কোনো বয়সসীমা ছিল না খেলোয়াড়দের। আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'ক্রিকেটারদের সুরক্ষার উন্নতি করতে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ন্যূনতম বয়সের বিধিনিষেধ প্রবর্তন করেছে আইসিসি। এই বয়সসীমা দ্বিপক্ষীয় ক্রিকেট এবং অনূর্ধ্ব-১৯ ক্রিকেটসহ সবধরনের ক্রিকেটে প্রযোজ্য। নারী কিংবা পুরুষ  খেলতে হলে উভয়কেই সর্বনিম্ন ১৫ বছর বয়স হতে হবে।'১৯৯৬ সালে পাকিস্তানের হাসান রাজার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ১৪ বছর ২২৭ দিন বয়সে। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ড গড়েন। পাকিস্তানের হয়ে ২০০৫ সাল পর্যন্ত তিনি খেলেছিলেন সাতটি টেস্ট এবং ১৬টি ওয়ানডে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন