News71.com
 Sports
 02 Dec 20, 12:07 PM
 454           
 0
 02 Dec 20, 12:07 PM

বাংলাদেশের দারুণ প্রস্তুতি।। জেমি ডে যাচ্ছেন কাতারে

বাংলাদেশের দারুণ প্রস্তুতি।। জেমি ডে যাচ্ছেন কাতারে

স্পোর্টস ডেস্কঃ কাতারে বাংলাদেশের প্রস্তুতি দারুণ হচ্ছে। এমন মন্তব্য করেছেন সদ্যই করোনামুক্ত হওয়া বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে। তিনি বলেন, প্র্যাকটিস ম্যাচের ফলাফল মুখ্য না বরং বিশ্বকাপ বাছাই নিয়ে যে পরিকল্পনা করা হচ্ছে ফুটবলাররা তা যথাযথভাবে করেছে। কাতারের বিপক্ষে ম্যাচে ডাগ আউটে তার অন্তর্ভুক্তি ফুটবলারদের মাঝে অনুপ্রেরণা যোগাবে বলেও মনে করেন জেমি।এদিকে সুস্থ হয়েছেন লাল সবুজ ফুটবলের সবচেয়ে বড় অনুপ্রেরণা জেমি ডে। প্রায় তিন সপ্তাহ করোনার সঙ্গে লড়ে তিনি এখন কোভিড মুক্ত। দ্রুতই যুক্ত হচ্ছেন কাতারে শীষ্যদের সঙ্গে। আগামী ৪ ডিসেম্বরের ম্যাচে তাকে ডাগআউটে রাখতে তাই জোড় চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।করোনায় হোটেল বন্দী থাকলেও জামাল ভূইয়াদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিলো জেমির। তার নির্দেশনা মেনেই ফুটবলারদের অনুশীলন করিয়ে গেছে সহকারীরা। শুধু তাই নয় প্রস্তুতি ম্যাচগুলোতেও লাল-সবুজদের কৌশল জেমি ঠিক করেছেন দেশে বসেই। সব মিলিয়ে গেল ১০ থেকে ১২ দিনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ব্রিটিশ কোচ।জেমি ডে বলেন, সব কিছুই আমাদের পরিকল্পনা মাফিক চলছে। দুটো ম্যাচে হেরেছে তাতে আমি মোটেও উদ্বিগ্ন নই। আমরা আসলে কাতারের বিপক্ষে গেম প্ল্যান সেট করার চেষ্টা করছি। তাছাড়া তাদের অনুশীলনটাও হচ্ছে ঠিকঠাক। সব মিলিয়ে আমি আশাবাদী। বাকি দিনগুলোতে দল আরো উন্নতি করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন