Sports
 02 Dec 20, 12:08 PM
 52             0

পৃষ্ঠপোষক পেলেন বাংলাদেশের ২ ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন।।

পৃষ্ঠপোষক পেলেন বাংলাদেশের ২ ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন।।

স্পোর্টস ডেস্কঃ পৃষ্ঠপোষক পেলেন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন শাপলা আক্তার ও সালমান খান। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জেতায় আগামী এক বছরের জন্য তাদের সব ধরনের পৃষ্ঠপোষকতা দেবে জাপান ভিত্তিক স্পোর্টস কোম্পানি কাওয়াসাকি। এই পৃষ্ঠপোষকতা সামনের দিনে আরো ভালো খেলতে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন শাটলাররা।পৃষ্ঠপোষকদের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার এমন অভিজ্ঞতা দুই ন্যাশনাল চ্যাম্পিয়ন শাপলা আক্তার ও সালমান খানের কাছে ভিন্ন রকমের। নারী এককে দেশীয় ব্যাডমিন্টনের মুকুট এক রকম ঘরের সম্পদ বানিয়ে ফেলা শাপলা এটা পেয়ে আসছেন এক দশক ধরে। অন্যদিকে এই স্বাদ এবারই প্রথম সালমানের কাছে।জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার পুরষ্কার বাবদ, আগামী এক বছর পৃষ্ঠপোষকদের সহযোগিতা পাবেন তারা দুই জন। ব্যাট থেকে শুরু করে যাবতীয় কিট সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। যা সামনের দিনে আরো ভালো খেলতে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন শাটলাররা।ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জয়ী শাটলার শাপলা আক্তার বলেন, ব্যাডমিন্টন থেকে আমাদের টুর্নামেন্ট কম স্পন্সর কম। ফেডারেশন থেকেও ওইভাবে সাপোর্ট পাই না। এখান থেকে যে সাপোর্টটা পাই আমাদের আগ্রহ এবং ভালো খেলার জন্য সহযোগী হয়। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জয়ী শাটলার সালমান খান বলেন, ভালো খেলা স্পন্সরের উপর ডিপেন্ড করে না। ভালো খেলা ডিপেন্ড করে নিজের মনের উপর। ইকুইপমেন্ট এবং নানা কারণে বেশ ব্যয় সাপেক্ষ খেলা ব্যাডমিন্টন। তাই প্রতিভা থাকার পরও অনেকের পক্ষেই এই খেলাটি চালিয়ে নেয় সম্ভব হয় না। তার ওপর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোও খুব এটা আগ্রহ দেখায় না ব্যাডমিন্টন নিয়ে। তবে ভবিষ্যতে এর পরিধি বাড়ানোর সম্ভাবনা আছে বলে জানান কাওয়াসাকি বাংলাদেশের প্রধান নির্বাহী ওহিদুজ্জামান রাজু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')