News71.com
 Sports
 11 May 21, 11:21 AM
 410           
 0
 11 May 21, 11:21 AM

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরদের বাঁশের ক্রিকেট ব্যাট।।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরদের বাঁশের ক্রিকেট ব্যাট।।

স্পোর্টস ডেস্কঃ ক্রিকেট খেলা যারা দেখেন তারা ' উইলোবাজি' শব্দটির সঙ্গে বেশ পরিচিত। কারণ ক্রিকেট ব্যাট তৈরি হয় উইলো গাছের কাঠ দিয়ে। চামড়ার বলের সাথে উইলো কাঠের সংযোগে ঠক্ ঠক্ আওয়াজ ক্রিকেটপ্রেমীদের মন ভরিয়ে দেয়। তবে অদূর ভবিষ্যতে বদলে যেতে পারে এই শব্দ। দর্শকরা শুনতে পাবেন বলের সাথে বাঁশের লড়াই। আশ্চর্য হলেও সত্য যে, ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তৈরি করেছেন বাঁশের ক্রিকেট ব্যাট।

গবেষকদের দাবি, ল্যামিনেটেড বাঁশের এই ব্যাট বর্তমানে চালু উইলো কাঠের তৈরি ব্যাট থেকে বেশি মজবুত, দামে সস্তা এবং পরিবেশের জন্য ক্ষতিকর নয়। এর 'সুইট স্পট' অর্থাৎ ব্যাটের মধ্যভাগে বলের সাথে সংযোগের জায়গাও অনেক বেশি। কেমব্রিজের সেন্টার ফর ন্যাচারাল মেটেরিয়াল ইনোভেশনের ড. ডার্শিল শাহ বলেছেন, 'এই বাঁশের ব্যাট ব্যাটসম্যানদের স্বপ্নকে বাস্তবে রূপ দেবে। বাঁশের ব্যাটের সুইট স্পট দিয়ে ইয়র্কার থেকে চার মারা কোনো ব্যাপারই না। সব ধরনের স্ট্রোকেই এটা কাজে দেবে।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন