News71.com
 Sports
 22 Oct 21, 12:34 PM
 277           
 0
 22 Oct 21, 12:34 PM

বিশ্বকাপ ক্রিকেট॥ওমানকে বিদায় করে গ্রুপ চ্যাম্পিয়ন স্কটল্যান্ড, রানার্সআপ বাংলাদেশ

বিশ্বকাপ ক্রিকেট॥ওমানকে বিদায় করে গ্রুপ চ্যাম্পিয়ন স্কটল্যান্ড, রানার্সআপ বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ ওমানের বিপক্ষে দাপুটে জয়ে প্রথম পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ করল স্কটল্যান্ড। তবে বাঁচা-মরার ম্যাচে হেরে বিদায় নিয়েছে ওমান। ‘বি’ গ্রুপের এ ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পায় স্কটিশরা। স্কটল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় দ্বিতীয় হয়ে শেষ করল বাংলাদেশ। আর ওমানের সঙ্গে বিদায় নিয়েছে পাপুয়া নিউগিনিও। স্কটল্যান্ড তিনটি ম্যাচেই জয় পেয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) আল আমেরাত স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। যেখানে প্রথমে ব্যাট করা ওমান নির্ধারিত ২০ ওভার শেষে ১২২ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ও ৩ ওভার বাকি থাকতে জয় তুলে নেয় স্কটল্যান্ড। ১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্কটল্যান্ডের টপঅর্ডারের ৪ ব্যাটারই অবদান রাখেন। সর্বোচ্চ ৪১ রান করেন অধিনায়ক ও ওপেনার কাইল কোয়োটজার। তিনি খাওয়ার আলীর বলে বোল্ড হওয়ার আগে ২৮ বলে ২টি চার ও ৩টি ছক্কা হাঁকান। ২১ বল খেলে ৩১ রানে অপরাজিত থাকেন রিচি বেরিংটন। এছাড়া ম্যাথিউ ক্রস ২৬ (অপরাজিত) ও ওপেনার জর্জ মুন্সে ২০ রান করেন।

টস জিতে এর আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওমানি অধিনায়ক জিশান মাকসুদ। স্কটিশ বোলারদের সামনে এদিন শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় ওমানি ব্যাটাররা। সর্বোচ্চ ৩৭ রান করেন ওপেনার আকিব ইলিয়াস। তিনি ৩৫ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩৭ রান করে মাইকেল লিস্কের বলে আউট হন। জস ডেভির বলে বিদায় নেওয়া অধিনায়ক জিশান ৩০ বলে ৩৪ রান করেন। এই দলনেতা ৩টি চার ও একটি ছক্কা হাঁকান। এছাড়া মোহাম্মদ নাদিম ২১ বলে ২৫ রান করেন। স্কটল্যান্ড বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ডেভি। এছাড়া দুটি করে উইকেট তুলে নেন সাফিয়ান শরীফ ও লিস্ক। এই গ্রুপে আগেই পাপুয়া নিউগিনিকে বড় ব্যবধানে হারিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে বাংলাদেশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন