News71.com
 Sports
 14 Feb 16, 01:02 AM
 1305           
 0
 14 Feb 16, 01:02 AM

১৪৫ রানেই আটকে গেলো ভারতের অগ্রযাত্রা ।।

১৪৫ রানেই আটকে গেলো ভারতের অগ্রযাত্রা ।।

নিউজ ডেস্ক : এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপ ভারতের। কিন্তু ফাইনালে সেই ভারতের ব্যাটিং লাইনআপ ভেঙে তছনছ হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের তোপে পড়ে। টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ১৪৫ রানেই গুটিয়ে গেছে ভারতের ইনিংস। প্রথমবারের মতো বয়সভিত্তিক ক্রিকেটের সর্বোচ্চ টুর্নামেন্টের শিরোপা জিততে ওয়েস্ট ইন্ডিজের চাই ১৪৬ রান।

সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ওঠা ওয়েস্ট ইন্ডিজ রোববার সকালে মিরপুরে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেপের তোপের মুখে পড়েন ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানরা।

জোসেপ নিজের প্রথম ১৯ বলের মধ্যেই তুলে নেন ৩ উইকেট। তার শিকারে পরিণত হওয়া ওপরের দিকের তিন ব্যাটসম্যান রিশাব পান্ত, ইশান কিষান ও আনমলপ্রীত সিং- কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। এরপর দলীয় ৪১ রানে ওয়াশিংটন সুন্দর ও ৫০ রানে আরমান জাফর ফিরে গেলে মহাবিপদে পড়ে যায় ভারত। এই দুজনও দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ হয়েছেন।

ষষ্ঠ উইকেটে মহীপাল লোমরোরকে নিয়ে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন সরফরাজ খান। কিন্তু লোমরোরকে (১৯) ফিরিয়ে ৩৭ রানের এ জুটি ভাঙেন চেমার হোল্ডার। দলীয় ১১৬ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে ফিরে যান মায়াঙ্ক ডাগার।

এক প্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নিয়েছিলেন সরফরাজ। কিন্তু ফিফটির পরই সরফরাজকে (৫১) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রায়ান জন। তখন ১২০ রানেই ৮ উইকেট নেই ভারতের। স্কোরবোর্ডে আর ৩ রান যোগ হতেই নবম ব্যাটসম্যান হিসেবে সাজঘরের পথ ধরেন আভেশ খান। শেষ পর্যন্ত দেড়শ রানও হয়নি ভারতের, ৪৫ ওভার ১ বলে তারা অলআউট যায় মাত্র ১৪৫ রানে। তাও এ রান হয়েছে নয় নম্বরে নামা রাহুল বাথামের ২১ রানের সুবাদে।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জোসেপ ও জন ৩টি করে উইকেট নেন। এ ছাড়া কেমো পল ২টি এবং হোল্ডার ও স্প্রিঙ্গার নেন একটি করে উইকেট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন