News71.com
 Sports
 25 Nov 21, 11:38 AM
 13           
 0
 25 Nov 21, 11:38 AM

জাভিই বার্সেলোনার যোগ্য কোচ॥ মেসি

জাভিই বার্সেলোনার যোগ্য কোচ॥ মেসি

স্পোর্টস ডেস্কঃ পিএসজিতে সতীর্থদের সঙ্গে বেশ মানিয়ে নিয়েছেন মেসি। এ মৌসুমে প্যারিসিয়ানদের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সম্ভাবনা রয়েছে বলে স্প্যানিশ দৈনিক মার্কাকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।যাদের কারণে একদিন বার্সেলোনা ছেড়েছেন সময় এলে তাদের খুঁজে বের করবেন বলেও জানান তিনি। মেসির মতে বার্সেলোনার জন্য জাভিই যোগ্য কোচ। রোনালদোর সঙ্গে তার পারফরমেন্সের তুলনা সব সময়েই উপভোগ্য তার কাছে। ২১ বছরের বন্ধন ছিন্ন হয়েছে গেল আগস্টে। প্রকৃতি শূন্যস্থান পছন্দ করেনা। মেসিও নতুন ঠিকানায় মানিয়ে নেয়ার চেষ্টা করছেন নিজেকে। বার্সেলোনা ছাড়ার পর সবচেয়ে বড় চিন্তায় ছিলেন ফ্রান্সে নতুন ঠিকানায় কিভাবে মানিয়ে নেবেন তিনি ও তার পরিবার। সন্তানদের জন্য সুন্দর পরিবেশের ভানা ছিলো মেসির মনজুরে।

তবে, আস্তে এখন সব মানিয়ে নিয়েছে তার পরিবার। মেসি নিজেও জানালেন পিএসজিতে দারুন কাটছে তার সময়। এ মৌসুমে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সম্ভাবনা রয়েছে বলেও মনে করেন আর্জেন্টাইন তারকা। লিওনেল মেসি বলেন, পিএসজিতে ভাল আছি আমি। সবার সঙ্গে ভাল বোঝাপড়াও হয়ে গেছে। গোল করতে পারছি এটাই উপভোগের বিষয় আমার জন্য। যতটা কষ্ট হবে ভেবেছিলাম ততটা হয়নি। এ মৌসুমে পিএসজি যেভাবে খেলছে আশা করছি এবার হয়ত আমরা ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগ উপহার দিতে পারবো। এটাই আমার স্বপ্ন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন