News71.com
 Technology
 02 Apr 16, 10:54 AM
 1195           
 0
 02 Apr 16, 10:54 AM

আইফোন 'এসই' কিছুটা পানি নিরোধক করে তৈরি করা হয়েছে ।।

আইফোন 'এসই' কিছুটা পানি নিরোধক করে তৈরি করা হয়েছে ।।

নিউজ ডেস্কঃ আইফোন এসই কিছুটা পানি নিরোধক করে বাজারে ছেড়েছে অ্যাপল। এর আগে আইফোন ৬এস এবং ৬এস প্লাসও কিছুটা পানি নিরোধক করে বাজারে ছেড়েছিল অ্যাপল। তবে আইফোন এসইকে আবার ভুলেও পানিভর্তি বালতির ভিতরে ছেড়ে দিবেন না। এটি অতোটা পানি নিরোধক নয় ।

টেক সাইট আইফিক্সিট সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন এসই’র ফ্রন্ট ক্যামেরা, ভলিউম কন্ট্রোল এবং রিয়ার ক্যামেরা কানেক্টরে যাতে পানি না ঢুকতে পারে সেজন্য এটিতে ফোম সিলিকন সীল যুক্ত করা হয়েছে। তবে সব যন্ত্রাংশই সীল করা হয়নি। তার মানে স্যামসাং গ্যালাক্সী এস৭’র মতো পুরোটা পানি নিরোধক নয় আইফোন এসই ।

তবে অ্যাপল কখনোই আনু্ষ্ঠানিকভাবে আইফোন এসই, ৬এস/৬এস প্লাসের এ পানি নিরোধক বৈশিষ্ট্যের কথা প্রকাশ করেনি। সেখানে স্যামসাং গ্যালাক্সি এস৭’র অন্যতম আকর্ষণীয় ফিচার হিসেবে পানি নিরোধক বৈশিষ্ট্যকে প্রচার করে আসছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন