News71.com
 Technology
 29 Apr 17, 10:10 PM
 732           
 0
 29 Apr 17, 10:10 PM

এবার ভারতে আসলো স্বর্ণ বেচাকেনায় অ্যাপ।।  

এবার ভারতে আসলো স্বর্ণ বেচাকেনায় অ্যাপ।।   

প্রযুক্তি ডেস্কঃ এখন থেকে স্মার্টফোনের মাধ্যমে স্বর্ণ বেচাকেনা করতে পারবেন স্বর্ণপ্রেমী ভারতীয়রা। দেশটির শীর্ষ ডিজিটাল প্ল্যাটফর্ম পেটিএম ২৭ এপ্রিল বৃহস্পতিবার এক ঘোষণায় জানিয়েছে,ব্যবহারকারিরা এখন থেকে তাদের মোবাইল অ্যাপের মাধ্যমে ডিজিটাল গোল্ড কিনতে পারবে। ঘোষণায় জানানো হয়,একটি সুইস বুলিয়ান কোম্পানি এবং ভারত সরকারের মধ্যে যৌথ উদ্যোগে স্বর্নের ভৌত সমতুল্য একটি রিফাইনার দ্বারা স্বর্ন সরবরাহ করা হবে যা এমএমটিসি-পিএএমপি নামে পরিচিত। পেটিএমের ব্যবহারকারীরা চাইলে স্বর্ণ তাদের বাড়িতেও পৌঁছে দেয়া হবে। এই অ্যাপের মাধ্যমে সেটা আবার বিক্রিও করতে পারবে তারা।

এসময় আরও বলা হয়,অভ্যন্তরীণ চাহিদা মেটাতে প্রতি বছর ভারতকে বিপুল অংকের টাকার স্বর্ণ আমদানি করতে হয়। যা বিয়ে,ধর্মীয় উৎসবে ভারতীয়রা কিনে থাকে। পেটিএম এর হিসাবমতে,বর্তমানে ভারতে ১৩০ কোটি মানুষের কাছে ২৪ হাজার টন স্বর্ণ রয়েছে যার বাজারমূল্য ৯০ হাজার কোটি ডলার।উল্লেখ্য,গত বছরের শেষ নাগাদ ভারত সরকার ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করলে নগদ টাকার সঙ্কট শুরু হয়। আর সেসময় সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে পেটিএম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন