News71.com
 Technology
 05 May 17, 06:07 PM
 744           
 0
 05 May 17, 06:07 PM

এবার বাজারে পাওয়া যাবে সারফেস ল্যাপটপ মাইক্রোসফট।।  

এবার বাজারে পাওয়া যাবে সারফেস ল্যাপটপ মাইক্রোসফট।।   

প্রযুক্তি ডেস্কঃ সারফেস ল্যাপটপ উন্মুক্ত করেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। আগামী ১৫ জুন থেকে ৯৯৯ মার্কিন ডলারে বাজারে পাওয়া যাবে এই ল্যাপটপ। এ ব্যাপারে মাইক্রোসফট জানিয়েছে,এই ল্যাপটপে আছে ১৩.৫ ইঞ্চি স্ক্রিন এবং ১৪ ঘণ্টা ব্যাটারি লাইফ। এছাড়াও ২.৭৬ পাউন্ড ওজনের এই ল্যাপটপ অ্যাপলের ম্যাকবুক এয়ারের চাইতেও হালকা।

নতুন এই ল্যাপটপ উইন্ডোজ ১০ এর নতুন সংস্করণ ১০এস এ চলবে। এছাড়াও এই ল্যাপটপের কি-বোর্ড এবং হার্ডওয়্যারে আনা হয়েছে নতুনত্ব। উইন্ডোজের নতুন এই সংস্করণটি বিশেষভাবে স্কুল ছাত্রদের জন্য ডিজাইন করা হয়েছে বলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। প্রসঙ্গত,এই ল্যাপটপ দিয়ে বাজারকে পুরোপুরি দখলে নিতে পারবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন