News71.com
 Technology
 12 May 17, 12:36 PM
 732           
 0
 12 May 17, 12:36 PM

এবার নকল চাঁদ বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিল চীন।।  

এবার নকল চাঁদ বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিল চীন।।   

প্রযুক্তি ডেস্কঃ প্রযুক্তি বিশ্বে বলা যায় এক তরফাভাবে রাজত্ব করে যাচ্ছে চীন। একইসঙ্গে হবহু নকল পণ্য তৈরিতেও জুড়ি নেই দেশটির প্রযুক্তিবিদদের। তাই লাখ টাকার আইফোনও বাজারে পাওয়া যায় তিন হাজার টাকায়! এবার নকল চাঁদ বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিল চীন। চাঁদে বসবাসের সম্ভাবনা নিয়ে গবেষণা করছেন একদল চীনা বিজ্ঞানী। চাঁদে গিয়ে অনেক দিন অবস্থান করে সেখানকার পরিবেশ সম্পর্কে ধারণা নেয়ার পরিকল্পনা রয়েছে তাদের। তাই চাঁদে থাকতে, হাঁটাহাঁটি করতে, বেশ কিছুক্ষণ সময় কাটাতে কেমন লাগে, তা বুঝতে রাজধানী বেইজিংয়ে নকল একটি চাঁদ তৈরি করেছেন তারা।

আসলে এটি এমন একটি কেবিন যেখানে চাঁদের মতই মধ্যাকর্ষণ শক্তিসহ সব পরিবেশ বজায় রাখা হয়েছে। আগামী বছর ওই কেবিন ‘ইউগং-১’-এই কাটাবেন ৮ চীনা বিজ্ঞানী। তাদের মধ্যে রয়েছেন যেমন মহাকাশচারী,তেমনই রয়েছেন সাধারণ নাগরিকও। সুত্র জানিয়েছে,বিজ্ঞানীরা আসলে বুঝতে চাইছেন, প্রাণী, উদ্ভিদ আর জীবাণু কীভাবে একইসঙ্গে পাশাপাশি অনেকটা সময় কাটাতে পারেন চাঁদে। দু’মাস পর আরও চার জন ঢুকবেন ওই কেবিনে। তাদের মধ্যেও থা

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন