News71.com
 Technology
 16 May 17, 02:58 PM
 830           
 0
 16 May 17, 02:58 PM

জিওনি এস ১০ স্মার্টফোনে ক্যামেরা থাকছে ৪ চারটি।।  

জিওনি এস ১০ স্মার্টফোনে ক্যামেরা থাকছে ৪ চারটি।।   

প্রযুক্তি ডেস্কঃ ইতিমধ্যে এস১০ এর অফিসিয়াল টিজার প্রকাশ পেয়েছে। এ স্মার্টফোনের ক্যামেরা নাকি অন্য সব ফোনের ক্যামেরা থেকে ভিন্ন হবে। চীনের নামকরা এই প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এবার জিওনি এস১০-এ চার-চারটি ক্যামেরা দিচ্ছে। এর সামনে-পেছনে দুটো করে চারটি ক্যামেরায় ছবি তোলা যাবে।

চাইনিজ টেলিকমিউনিকেশন অথোরিটি টিনা এই ফোনটির সঙ্গে জিওনি এস১০এল নামের আরেকটি মডেলও তালিকাভুক্ত করেছে। বলা হচ্ছে,পেছনের ডুয়াল ক্যামেরায় ১৬ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেলের সেন্সর থাকবে। আর সামনের ডুয়াল ক্যামেরায় থাকছে ২০ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেলের সেন্সর। টিনা আরো জানায়,নতুন জিওনি এস১০ এর অভ্যন্তরে ৬৪ জিবি মেমোরি থাকবে। এটাকে মাইক্রোএসডি'র মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ফোনের র্যা ম হবে ৬ জিবি। ব্যাটারি বেশ শক্তিশালী হবে,৩৪৫০এমএএইচ। ফোন দুটো চলবে ৭.০ নুগেট অপারেটিং সিস্টেমে। ৫.৫ ইঞ্চির ফুল এইচডি পর্দায় অক্টাকোর প্রসেসর থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন