News71.com
 Technology
 14 Jun 17, 01:03 AM
 810           
 0
 14 Jun 17, 01:03 AM

বিশ্বজুড়ে আবারও সাইবার হামলার আশঙ্কা।।  

বিশ্বজুড়ে আবারও সাইবার হামলার আশঙ্কা।।   

প্রযুক্তি ডেস্কঃ ফের বিশ্বজুড়ে সাইবার হামলার আশঙ্কা। র্যা নসম‌ওয়্যারের আতঙ্ক কাটতে না কাটতেই এবার তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের সামনে নতুন ম্যালওয়্যার। এবারের ভয় আরও বেশি। কারণ নতুন ম্যালওয়ার ক্লিক না করলেও ক্ষতি হতে পারে কম্পিউটারের। জার্মানির সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা জানাচ্ছেন,অপরাধীরা বর্তমানে একধরনের ম্যালওয়ার ডাউনলোডারের সাহায্য নিয়ে বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করছে। যা অনেক ক্ষেত্রেই মেল খুললেই কম্পিউটারে ঢুকে পড়ছে।

ম্যালওয়্যার ডাউনলোডার দিয়ে 'ব্যাঙ্কিং ট্রোজান'ইনস্টল করে চলছে এই সমস্ত কাজ। নতুন এই প্রক্রিয়ায়,কেউ মাউসে ক্লিক না করেও,মাউস পয়েন্টার একটি বিশেষ হাইপার লিঙ্কে গেলেই ভাইরাস ঢুকে পড়ছে কম্পিউটারে। এইভাবে ইউরোপ এবং আফ্রিকাতে বেশ কিছু মাঝারি মানের ব্যবসায়িক সংস্থাকে নিশানা করা হয়েছে। ই-মেলে ব্যবহার করা হচ্ছে ‘ইনভয়েস’এবং ‘অর্ডার’-এর মতো প্রচলিত শব্দ ব্যবহার করা হচ্ছে। সঙ্গে থাকছে একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন। যার মধ্যে একটি বিশেষ হাইপারলিংকে মাউস নিয়ে গেলেই হ্যাকিংয়ের শিকার হতে হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন