News71.com
 Technology
 17 Apr 16, 06:22 AM
 1008           
 0
 17 Apr 16, 06:22 AM

ভিডিও'তে ছবি দেখে নাম বলে দেবে ফেসবুক ।।

ভিডিও'তে ছবি দেখে নাম বলে দেবে ফেসবুক ।।

নিউজ ডেস্কঃ ভিডিও থেকেও মানুষের চেহারা শনাক্ত করার কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন নিয়ে কাজ করছে ফেসবুক। অর্থাৎ ভিডিওতে থাকা ব্যক্তির ছবি দেখে নাম বলে দিবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি।

সম্প্রতি ফেসবুক বার্ষিক এফ৮ ডেভেলপার সম্মেলনে তথ্য ও প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন ম্যাশেবলকে মাধ্যমটির অ্যাপ্লাইড মেশিন লার্নিংয়ের পরিচালক জোয়াকুইন কুইনোনেরো কানডেলা একথা জানান।

তিনি বলেন, ভিডিও ট্যাগিং প্রযুক্তির উন্নয়ন ব্যক্তিকে নিয়ে আমাদের গবেষণাকে আরও সহজ করবে। তাছাড়া ভিডিওর নির্দিষ্ট ফ্রেমের ঠিক কোথায় ব্যক্তিটি উপস্থিত ছিলেন তাও বলতে পারবে এই কৃত্রিম বুদ্ধিমত্তার সফটওয়্যার। ফলে শুধুমাত্র ব্যক্তিকেই শনাক্ত করা যাবে এমন নয়, ঠিক কোন সময়ে এবং কোন জায়গাতে উপস্থিত ছিলেন সেটাও বুঝতে পারা সম্ভব হবে।

ইতোমধ্যেই মুখ চেনার শক্তিশালী একটি প্রযুক্তি ফেসবুকে রয়েছে। ভিডিও ট্যাগিং হবে যোগাযোগ মাধ্যমের নতুন এক প্রযুক্তি। যা আরও বেশি নিখুঁত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন