News71.com
 Technology
 25 Jul 17, 08:10 AM
 801           
 0
 25 Jul 17, 08:10 AM

আগস্টেই বাজারে আসছে নোকিয়ার নতুন ফোন  

আগস্টেই বাজারে আসছে নোকিয়ার নতুন ফোন   

প্রযুক্তি ডেস্ক : নোকিয়া ব্র্যান্ডের প্রথম ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড স্মার্টফোন উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে এইচএমডি গ্লোবাল। ১৬ অগাস্ট লন্ডনে উন্মোচন অনুষ্ঠানের আমন্ত্রণ পাঠাতে শুরু করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি প্রতিষ্ঠানের নতুন ডিভাইস নোকিয়া ৮-এর তথ্য ও ছবি ফাঁস হয়। এরই মধ্যে ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করতে যাচ্ছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানটি, বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর প্রতিবেদনে। ধারণা করা হচ্ছে ১৬ অগাস্টই নোকিয়া ৮ উন্মোচন করবে এইচএমডি গ্লোবাল। এবার কার্ল জেইস অপটিকস ব্যবহার করা হতে পারে ডিভাইসটিতে।

এর আগে প্রকাশিত গুজব থেকে ধারণা করা হচ্ছে ডিভাইসটিতে ডুয়াল ক্যামেরা ব্যবহার করা হবে। আর এর পর্দার মাপ হবে ৫.৩ ইঞ্চি যার রেজুলিউশান হবে ২৫৬০ বাই ১৪৪০ পিক্সেল। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসরের সঙ্গে চার জিবি বা ছয় জিবি র‍্যাম থাকবে ফোনটিতে। নোকিয়া ৮-এর বিল্ট-ইন স্টোরেজ বলা হচ্ছে ৬৪ জিবি। এর পাশাপাশি ডুয়াল সিম রাখা হতে পারে ফোনটিতে। সম্প্রতি কপার গোল্ড রঙে ফোনের একটি ছবি ফাঁস হয়েছে। এছাড়া নীল ও রুপালি রঙে ফোনটি উন্মোচন করা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন