News71.com
 Technology
 19 Dec 17, 12:28 PM
 758           
 0
 19 Dec 17, 12:28 PM

অনলাইন হয়ারনি ঠেকাতে নতুন নীতিমালা আনলো টুইটার।

অনলাইন হয়ারনি ঠেকাতে নতুন নীতিমালা আনলো টুইটার।

প্রযুক্তি ডেস্কঃ অনলাইন হয়ারনি ঠেকাতে গতকাল সোমবার থেকে নতুন নীতিমালা প্রণয়ন করছে মাইক্রোব্লগিং সাইট টুইটার।নতুন এই নির্দেশনার আওতায় নিপীড়িন, ঘৃণামূলক কনটেন্ট, সহিংস তা আর শারিরীক ক্ষতির মতো বিষয়গুলো রাখা হয়েছে।নতুন এই নীতিমালায় ব্যবহারকারীদের টুইটার বা এর বাইরে সাধারণ মানুষের বিরুদ্ধে সহিংসতার প্ররোচণা করে এমন সংস্থার সঙ্গে ব্যবহারকারীদের সম্পৃক্ততা নিষিদ্ধ করা হয়েছে। নতুন নীতিমালা কোনো একটি নিয়ম লঙ্ঘন করলে ব্যবহারকারীর অ্যাকাউন্ট স্থায়ীভাবে বাতিল করাও হতে পারে বলে জানায় প্রতিষ্ঠানটি।

নিপীড়নমূলক কনটেন্ট নিয়ে সমালোচনার মুখে সম্প্রতি নিজেদের নীতিমালা যাচাই শুরু করে টুইটার।চলতি বছর নভেম্বরে টুইটার এর ভেরিফেকেশন প্রক্রিয়া স্থগিত করে সেই সঙ্গে ডানপন্থী ব্যক্তিদের অ্যাকাউন্ট-এর পাশে দেখানো নীল টিক সরিয়ে নেওয়া শুরু করে।চলতি বছর অগাস্টে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের মিছিল আয়োজনকারীর অ্যাকাউন্ট ভেরিফায়েড থাকা নিয়ে টুইটারের সমালোচনা করা হয়। এরই প্রেক্ষিতে এমন ঘোষণা দিল টুইটার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন